প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছেন পার্থর প্রাক্তন দেহরক্ষীও!

প্রাথমিক শিক্ষকের চাকরি দিয়েছেন পার্থর প্রাক্তন দেহরক্ষীও!

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Corruption) মামলায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি এবার পুরুলিয়াতেও (Purulia) প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দেহরক্ষী (Body Guard) বিমল চক্রবর্তীর নাম।

যে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে এখন তোলপাড় রাজ্য রাজনীতি, এক সময় সেই পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী থাকাকালীন প্রভাব খাটিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছেন পুরুলিয়ার আনাড়া গ্রামের বাসিন্দা বিমল চক্রবর্তী। এবার এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাত, জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা,

আনাড়া গ্রামের তৃণমূল কর্মী থেকে শুরু করে পুরুলিয়ার বঞ্চিত চাকরিপ্রার্থীরা।  অভিযোগ, পুরুলিয়ার আনাড়া গ্রামের বাসিন্দা বিমল চক্রবর্তী পেশায় কলকাতা পুলিসের এএসআই। একদা পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী থাকাকালীন প্রভাব খাটিয়ে নিজের পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে দশজনের বেশি সদস্যকে এবং টাকার বিনিময়ে এলাকার বহু মানুষকে চাকরি করিয়ে দিয়েছেন।

এই অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়া জেলা জুড়ে। যদিও বিমল চক্রবর্তী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকী এই বিষয়ে বিমলবাবুকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন তোলেননি। অন্যদিকে, এপ্রসঙ্গে তৃণমূলের বরিষ্ঠ নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় বলেন, বিমল চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তার কোনও প্রমাণ আছে? শুধুমাত্র বাজার গরম করতেই বিরোধীরা এই অভিযোগ তুলছে বলে তাঁর দাবি।