মালদায় ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পারকারও করল পুলিশ

মালদায় ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পারকারও করল পুলিশ

মালদা  ডাকাতির আগে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পারকারও করল মালদার ভুতনি থানা পুলিশ।সূত্র মারফত খবরে আন্তঃরাজ্য সীমান্ত সুখসেনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে সাফল্য পায় পুলিশ।সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভুতনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো অমর মণ্ডল ও তন্ময় মন্ডল।

দুজনে ভুতনি থানার এলাকারই বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান,এক রাউন্ড গুলি,দুটি হাসুয়া,একটি ধারালো চাকু। সোমবার রাতে ভুতনি থানার ওসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে পুলিশের দল সুখসেনা ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানেই দুই ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরাঘুরি করতে দেখে পাকড়াও করে তল্লাশি শুরু করে পুলিশ।

তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ চালাচ্ছে, রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ডাকাতের কোন ছক ছিল এই দুই দুষ্কৃতীর। তবে তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে এবং সোমবার মালদা জেলা আদালতে পাঠানো হয় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য।