মালদহে পাঁচজনের ডাকাত দলকে গ্রেফতার করলো পুলিশ

মালদহে পাঁচজনের ডাকাত দলকে গ্রেফতার করলো পুলিশ

মোথাবাড়ি   পাঁচজনের ডাকাত দলকে গ্রেফতার করে আবারও বড় সরো সাফল্য পেলো মালদহের মোথাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্র মারফত অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ গীতা মোর পাওয়ার হাউস এর বিপরীতে একটি আমবাগান থেকে, এই পাঁচজনের ডাকাতদল কে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে এরা ডাকাতি করার উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল। এবং পুলিশ তাঁদের হাতেনাতে ধরে। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, একটি হোন্ডা কোম্পানির স্কুটার, টিভিএস কোম্পানির আরটিআর অ্যাপাচি বাইক।

প্রাথমিক তদন্তে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, লোহার রড শাবল দড়ি এবং লঙ্কার গুঁড়ো । পুলিশ জানিয়েছে তাদের প্রত্যেকের বাড়ি মোথাবাড়ি থানার অন্তর্গত বাবলা এলাকায়। ধৃত পাঁচজনকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ।