শান্তিপুরে এক ভোট কেন্দ্রে সেক্টর অফিসার কে ঘিরে বিক্ষোভ ভোট কর্মীদের

শান্তিপুর সেক্টর অফিসার কে ঘিরে ধরে ভোট কর্মীদের বিক্ষোভ নদীয়া শান্তিপুর আমড়াতলা রামনগর গার্লস প্রাইমারি স্কুলে। 86 র 178 এবং 179 নম্বর বুথের ঘটনা। চরম অব্যবস্থার মধ্যে ,22 জন ভোট কর্মী একটি শৌচালয়, ডাম্প ধরা নোংরা অপরিচ্ছন্ন দুটি অন্ধকার ঘর। দুপুর থেকে সেক্টর অফিসার কে ফোনের পর ফোন করার পর অবশেষে সন্ধ্যায় এলেন তিনি,
জানালেন ইলেকট্রিক মিস্ত্রি আসবে রাতের মধ্যে। কিন্তু প্রশ্ন হল 22 জন একটি শৌচালয় ব্যবহার করার পর সকাল সাড়ে পাঁচটায় মকপোল কিভাবে সম্ভব! পানীয় জলএবং রাতে শোওয়ার কোন ব্যবস্থা নেই। মাজদিয়া থেকে কাকভোরে বাড়ি থেকে বেরোনোর পর রানাঘাটে ডিসি আরসি কেন্দ্র থেকে শান্তিপুরে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যায়,
একেতে সারাদিনের ধকলে তার ওপর খাওয়া-দাওয়া ছাড়াই এ অস্বাস্থ্যকর পরিবেশ এর মধ্যে পড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের সাফ কথা, এভাবে চললে ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে বিরত থাকবেন তারা, তাতে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি বলেই জানিয়েছেন বিক্ষুব্ধ ভোট কর্মীরা।