এইডস্ সচেতনতায় লোকমাধ্যমে পুতুল নাচে প্রচারাভিযান স্বাস্থ্য দপ্তরের

এইডস্ সচেতনতায় লোকমাধ্যমে পুতুল নাচে প্রচারাভিযান স্বাস্থ্য দপ্তরের

পশ্চিম মেদিনীপুর   মাইকিং প্রচার বা ব্যানার পোস্টারিংয়ে সীমাবদ্ধ না থেকে এইডস্ সচেতনতায় লোকমাধ্যমে পুতুল নাচে প্রচারাভিযান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের। HIV বা এইডস্ নিয়ে এখনও শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।এটিকে একটি ছোঁয়াচে রোগ বলেই এখনও ভ্রান্ত ধারণা নিয়ে চলে প্রত্যন্ত এলাকার মানুষ। আর এই ভ্রান্ত ধারণা থেকেই HIV পজিটিভ মানুষদের প্রতি নানান অসামাজিক ও অপ্রীতিকর ঘটনাও ঘটে।

আর এসবের মাঝে HIV বা এইডস্ সংক্রমণ ঠেকাতেও করণীয় বিষয় সম্পর্কেও সম্যক ধারনা নেই এখনও একটা অংশের মানুষের মধ্যে। সচেতনায় সুরক্ষা এই বানীকে সামনে রেখে এবার শুধু মাইকিং বা ব্যানার পোস্টারিংয়েই নই,রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে লোকমাধ্যমে পুতুল নাচের মাধ্যমে অভিনব প্রচারাভিযান।

জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থার এইডস নিয়ে সতর্কতামুলক বার্তা তুলে ধরা হচ্ছে পুতুল নাচে পথনাটিকার মাধ্যমে।রবিবার এমনই ছবি ধরা পড়লো পশ্চম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ড গোঁসাইবাজার রেগুলেটেড মার্কেটে। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের তত্বাবধানে মার্কেট চত্বরে পুতুল নাচের আয়োজন করা হয়, যাতে পথনাটিকার মাধ্যমে চিকিৎসক, চাষী, ব্যবসায়ী, লোকশিল্পী থেকে সাধারণ মানুষের ভূমিকায় দেখা যায় একাধিক পুতুলকে।

তাদের দিয়ে নাচ গানের মাধ্যমে এইডস সচেতনতার বার্তা দেওয়া হয়। এইডস সংক্রম ঠেকাতে করণীয় বিষয় পুতুল নাচের পথনাটিকার মাধ্যমে সাধারন মানুষের মধ্যে তুলে ধরা হয়।পূর্ব মেদিনীপুরের পুতুল নাচের একটি টিম সরকারি এইসকল প্রচারাভিযানে অংশ নিয়ে জেলা জুড়ে প্রচার চালাচ্ছে বলে জানাযায়। শুধু চন্দ্রকোনা নই, এইডস সচেতনতায় এমন অভিনব প্রচারাভিযান পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, ঘাটাল, দাসপুর, ক্ষীরপাই সহ চন্দ্রকোনাতে করা হল।

এরপর জেলার বাকি ব্লকেও এই প্রচারাভিযান চলবে বলে জানাযায়।এদিন চন্দ্রকোনার রেগুলেটেড মার্কেটে এইডস সচেতনতায় অভিনব পুতুল নাচের প্রচারাভিযানে সাধারণ মানুষের ভিড় ছিল নজরকাড়া। এই পথনাটিকায় উৎসাহ নিয়ে মানুষের উপস্থিতিতে যারপরনাই খুশি উপস্থিত স্থানীয় স্বাস্থ্য দপ্তরের কর্মী থেকে লোকমাধ্যমের কর্মীরা।