পূর্ব বর্ধমান জেলা

পূর্ব বর্ধমান জেলা Purba Bardhaman district ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত বর্ধমান বিভাগের একটি জেলা। ২০১৭ খ্রিস্টাব্দের ৭ এপ্রিল প্রাক্তন বর্ধমান জেলা বিভক্ত হয়ে পূর্ব বর্ধমান জেলা ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। আমাদের পশ্চিমবঙ্গ মূলত ২৩টি জেলাতে বিভক্ত। একটি মূল জেলাকে দুভাগে ভাগ করে তৈরি হয়েছে মূলত প্রশাসনিক সুবিধের কারণে। প্রতিটি জেলাই একে অন্যের থেকে যেমন ভূমিরূপে আলাদা, তেমনি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও স্বতন্ত্র।
প্রতিটি জেলার এই নিজস্বতাই আজ আমাদের বাংলাকে সমৃদ্ধ করেছে। সেরকমই একটি জেলা হল পূর্ব বর্ধমান (Purba Bardhaman)। ৭ই এপ্রিল ২০১৭ সালে অখণ্ড বর্ধমান জেলা ভেঙ্গে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এই দুই ভাগে বিভক্ত হয়। পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার’ বলা হয়ে থাকে পূর্ব বর্ধমান জেলাকে। এই জেলায় উৎপাদিত গোবিন্দভোগ চাল তার সুগন্ধের জন্য বিখ্যাত।
ভাল্কি মাচানের বন্য সৌন্দর্যের সাথে চুপির চরে অগুন্তি পরিযায়ী পাখির কোলাহল, নতুন গ্রামের বিখ্যাত কাঠের পুতুল শিল্পের সাথে মুঘল ইতিহাসের স্মৃতি সহ পূর্ব বর্ধমান বাংলার এক অনন্য জেলা হয়ে উঠেছে। ভৌগলিক দিক থেকে দেখলে এই জেলার উত্তরে বীরভূম এবং মুর্শিদাবাদ, পশ্চিমদিকে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পূর্বদিকে নদীয়া ও দক্ষিনে রয়েছে হুগলী জেলা৷
এই জেলার পূর্ব দিক থেকে বয়ে গেছে ভাগীরথী ও হুগলী নদী৷ এই জেলা, কালনা, কাটোয়া, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ- এই চারটি মহকুমা নিয়ে গঠিত। ৫৪৩২ বর্গকিমি স্থান জুড়ে বিস্তৃত এই জেলা আয়তনের বিচারে সমগ্র পশ্চিমবঙ্গে এই জেলা পঞ্চম স্থান অধিকার করে৷ বর্ধমান জেলার নামকরণ সম্পর্কে জানতে পড়ুন এখানে। এই জেলায় বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ৮৮.৯৭%। এছাড়া হিন্দী ৫.৫৬%, সাঁওতালী ৩.০৪%, উর্দু ১.৭১%, ও অন্যান্য ভাষায় ০.৭২% ভাষার ব্যবহারও লক্ষ করা যায়৷ এই জেলায় বেশ কিছু পর্যটন উপযোগী স্থান রয়েছে
, যেমন – ১০৮ শিবমন্দির। এই মন্দিরটি এই জেলার কালনায় অবস্থিত অন্যতম প্রাচীন মন্দির। কার্জন গেট পূর্ব বর্ধমান জেলার একটি বিখ্যাত দর্শনীয় স্থাপত্য। এছাড়া রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য, শের আফগানের সমাধি, কঙ্কালেশ্বরী মন্দির, অট্টহাস সতীপীঠ, ভাল্কি মাচান এখানকার অন্যতম দর্শনীয় স্থান। এই জেলায় যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন তাঁদের মধ্যে মহাভারত অনুবাদক কাশীরাম দাস, সাহিত্যিক অক্ষয়কুমার দত্ত, বিপ্লবী নেতা রাসবিহারী বসু, বটুকেশ্বর দত্ত প্রমুখ ।
এই জেলাটি চারটি মহকুমা নিয়ে গঠিত। যথা:- কালনা মহকুমা, কাটোয়া মহকুমা, বর্ধমান সদর উত্তর মহকুমা ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা। বর্ধমান হল জেলাটির সদর দপ্তর।
কালনা মহকুমা কালনা মহকুমাটি একটি মিউনিসিপালিটি যা কালনা এবং পাঁচটি কমিউনিটি ডেভলপমেন্ট ব্লক নিয়ে গঠিত। এই ব্লকগুলি হল- কালনা ১,কালনা ২,মন্তেশ্বর,পূর্বস্থলী ১ এবং পূর্বস্থলী ২।
কালনা মহকুমা। সদর দফতর কালনা শহর।
কালনা মহকুমা থানা: ৪টি। নন্দনঘাট, পূর্বস্থালি কালনা সদর ও মন্তেশ্বর
কালনা মহকুমা ব্লক: ৫টি। এগুলো হলো- কালনা-১, কালনা-২, পূর্বস্থলী-১, পূর্বস্থলী-২ ও মন্তেশ্বর। এই পাঁচটি ব্লকে ৪৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এগুলো হলো-
কালনা-১। গ্রাম পঞ্চায়েত ৯টি। আটঘরিয়া সিমলান, ধাত্রীগ্রাম, কৃষ্ণদেবপুর, বাঘনপাড়া, হাটকলনা, নান্দাই, বেগপুর, কানকুরিয়া এবং সুলতানপুর।
কালনা-২। গ্রাম পঞ্চায়েত ৮টি। অকালপৌস, বদলা, বড়ধামস, পিন্ডিরা, অনুখাল, বৈদ্যপুর, কল্যাণপুর এবং সাতগাছী।
মান্তেশ্বর। গ্রাম পঞ্চায়েত ১৩টি। বাঘসন, কুসুমগ্রাম, মন্টেশ্বর, ভগ্রা মুলগ্রাম, বামুনপাড়া, মাঝেরগ্রাম, পিপালান, ডেনুর, মামুদপুর-১ পুটসুরি, জামনা, মামুদপুর-২ এবং শুশুনিয়া।
পূর্বস্থালি -১। সাতটি গ্রাম পঞ্চায়েত ৭টি। বগপুর, জাহাননগর, নসরতপুর, শ্রীরামপুর, দোগাছিয়া, নদনঘাট এবং সমুদ্রগড়।
পূর্বস্থালি-২। গ্রাম পঞ্চায়েত ১০টি। ঝাউডাঙ্গা, মাজদিয়া, নিমদহ, পূর্বস্থালি, কালেখন্তলা-১, কালেখন্তলা-২, মেরতলা, পাটুলি, মুকসিমপাড়া এবং পিল্লা।
কাটোয়া মহকুমা কাটোয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি মহকুমা শহর ও পৌরসভা এলাকা। কাটোয়া একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। গঙ্গা ও অজয়ের মিলনস্থলে কাটোয়া শহরটি গড়ে উঠেছে। কাটোয়া ভাগীরথী নদী ও অজয় নদের তীরবর্তী একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থান। পৌষ ৯১৬ বঙ্গাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে কেশব ভারতীর কাছে দীক্ষা নেন। নাম হয় শ্রীকৃষ্ণচৈতন্যগিরি, তাই কাটোয়ার মাহাত্ম্য বৈষ্ণবতীর্থ হিসাবেও। তাঁর সেই দীক্ষাস্থলের নাম এখন গৌরাঙ্গবাড়ি।
কাটোয়া মহকুমা। সদর দফতর কালনা শহর।
কাটোয়া মহকুমা থানা: ৩ টি থানা। কাটোয়া সদর, মঙ্গালকোট ও কেতুগ্রাম।
কাটোয়া মহকুমা ব্লক: ৫টি ব্লক। মঙ্গালকোট কেতুগ্রাম-১, কেতুগ্রাম-২, কাটোয়া-১ ও কাটিয়া-২। এই ব্লকগুলোর অধীনে রয়েছে ৪৬টি গ্রামপঞ্চয়েত।
কাটোয়া -১ ব্লক: গ্রাম পঞ্চায়েত ৯টি। আলমপুর, করজগ্রাম, সরগ্রাম, গিધাগ্রাম, খাজুরদিহি, শ্রীখণ্ড, গোয়াই, কোশিগ্রাম ও সুদপুর।
কাটোয়া -২ ব্লক। গ্রাম পঞ্চায়েত ৭টি। অগ্রদ্বীপ, জগদানন্দপুর, পালসোনা, শ্রীবাতি, গাজীপুর, করুই এবং সিঙ্গি।
কেতুগ্রাম-১ ব্লক। গ্রাম পঞ্চায়েত ৮টি। আগারডাঙা, বেরুগ্রাম, মুরগ্রাম - গোপালপুর, পান্ডুগ্রাম, আনখোনা, জ্ঞানদাস কান্দারা, পালিতা এবং রাজুর।
কেতুগ্রাম-২ ব্লক। গ্রাম পঞ্চায়েত ৭টি । বিলেশ্বর, কেতুগ্রাম, নবগ্রাম, সীতাহাটি, গঙ্গাতিকুরি, মওগ্রাম এবং নিরোল।
মঙ্গোলকোট ব্লক। গ্রাম পঞ্চায়েত ১৫টি। ভালুগ্রাম, ঝিলু, লখুরিয়া, পালিগ্রাম, চানক, কাইচর-১, কাইচর -২, মজিগ্রাম, শিমুলিয়া-১, শিমুলিয়া-২, গোটিস্তা, মঙ্গালকোট, ঝিলু, ক্ষীরগ্রাম এবং নিগান। ৫ টি পঞ্চায়েত সমিতি, ৪ 46 টি গ্রাম পঞ্চায়েত, ৩৮৮ রয়েছে মৌজা, ৩৭৩টি জনবহুল গ্রাম, ২ পৌরসভা এবং ১ জনগণনা শহর। পৌরসভাগুলি রয়েছে কাটোয়া এবং দাইনহাট। আদমশুমারি শহরটি হ'ল: পানুহাট।
বর্ধমান সদর দক্ষিণ মহকুমা
বর্ধমান সদর দক্ষিণ মহকুমা থানা: ৫টি। মেমোরি। জামালপুর, রায়না, মাধবদীহি, ও খন্দঘোষ
বর্ধমান সদর দক্ষিণ মহকুমা ব্লক: ৭। মেমোরি-১, মেমোরি, জামালপুর, রায়না-১, রায়না-২ ও খন্দঘোষ। এই ৫টি ব্লকে রয়েছে ৫৮টি গ্রাম পঞ্চায়েত।
খন্দঘোষ। গ্রাম পঞ্চায়েত ১০টি। বেরুগ্রাম, খন্দঘোষ, শঙ্করী-১, শঙ্করী-২, উখ্রিদ, গোপালবেড়া, লডনা, কইয়ার, সাগ্রাই এবং সাসঙ্গা।
জামালপুর। গ্রাম পঞ্চায়েত ১৩টি। আবুঝাটি-১, আবুঝাটি-২, চাকদিঘি, জারোগ্রাম, পরাতাল-১, পরাতাল-২I, জামালপুর-১, জামালপুর-২, জ্যোতিশ্রম, অজহাপুর, পাঁচরাহ, বেরুগ্রাম ও জৌগ্রাম
মেমোরি-১। গ্রাম পঞ্চায়েত ১০টি। আমাদপুর, ডালুইবাজার-১, ডালুইবাজার-২, গোপ-১, গোপ-২, গন্তর-১, গন্তর-২ , নিমো-১, নিমো-২, বাগিলা, দেবিপুর, দুর্গাপুর এবং নিমো।
মেমোরি-২। গ্রাম পঞ্চায়েত ৯টি। বড় পালসান-১, বড় পালসান-২, বিজুর ১, বিজুর ২, কুচুট, , বোহর ১, বোহর ২, সাতগাছিয়া -১ ও সাতগাছিয়া-২। রায়না-১। গ্রাম পঞ্চায়েত ৮টি। হিজলানা, নারুগ্রাম, পালসোনা, সেহারা, মুগুরা, নাটু, রায়না এবং শ্যামসুন্দর।
রায়না-২। গ্রাম পঞ্চায়েত ৮টি। অরুই, গোটান, পাহলনপুর, পেন্টা-১, পেন্টা-২, বড়বাইনান, কাইতি, ও উচালান।
বর্ধমান সদর উত্তর মহকুমা।
বর্ধমান সদর উত্তর মহকুমা থানা: ৬টি। বর্ধমান। মহিলা পিএস বর্ধমান, আইশগ্রাম, কুঁড়িকুঁড়ি, ভাটার ও গালসি
বর্ধমান সদর উত্তর মহকুমা ব্লক: ৭টি। আইশগ্রাম-১। আইশগ্রাম-২। ভাতার। বর্ধমান-১, বর্ধমান-২, গালসি-১ ও গালসি-২। এই ৭টি ব্লকে রয়েছে ৬৪টি গ্রাম পঞ্চায়েত। এগুলো হলো-
আইশগ্রাম-১। গ্রাম পঞ্চায়েত ৭টি। অাইশগ্রাম, বিলগ্রাম, দীগনগর-১, দীগনগর-২, উক্তা, বেরেনদা, এবং গুসকারা।
আইশগ্রাম-২। গ্রাম পঞ্চায়েত ৭টি। আমারপুর, এরাল, রামনগর, ভিদিয়া, দেবশালা, কোটা এবং ভালকি। ভাতার। গ্রাম পঞ্চায়েত ১৪টি। আমারুন-১, আমারুন-২, বনপাশ, এরুয়ার, সাহেবগঞ্জ-১, সাহেবগঞ্জ-২, বড়বেলুন-১, বড়বেলুন-২, মহাচাঁদ, বোলগোনা, মাহা, বামুনারা, ভাটার এবং নিত্যানন্দপুর।
বর্ধমান-১। গ্রাম পঞ্চায়েত ৯টি। বাঘার-১, বাঘার-২, বেলকাশ, রায়ান-১, রায়ান-২, ক্ষেটিয়া, বান্দুল-১, কুরমুন-১ ও সরাইতিকার।
বর্ধমান-২। গ্রাম পঞ্চায়েত ৯টি। বৈকুণ্ঠপুর-১, বৈকুণ্ঠপুর-২, বারসুল-১, বারসুল-২ কুরমুন-২, নবস্থ-১, নবস্থ-২, বান্দুল-২, গোবিন্দপুর।
গালসি-১। গ্রাম পঞ্চায়েত ৯টি। বুদবুদ, লুয়াপুর কৃষ্ণরামপুর, পারাজ, উঁচাগ্রাম, চাকান্তুল, পটনা, পূর্সা, লোয়া রামগোপালপুর, মানকর এবং সেরোরাই।
গালসি-২। গ্রাম পঞ্চায়েত ৯টি। আদ্রা, গোহগ্রাম, মাসজিদপুর, ভুনরি, খানো, সাঙ্কো, গালসি, কুরকুবা এবং সতীননদী