নিম্নচাপের জেরে আবার প্লাবিত হওয়ার আশঙ্কায় পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জল কিছুটা নামতে না নামতেই নিম্নচাপের জেরে আবার দুর্ভোগ শুরু। ফের প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ও ভগবানপুরের বাসিন্দা রা। এ যেন হাসপাতাল থেকে বেরোতে চাইছে রোগী অথচ একটু সুস্থ হতে না হতেই তাকে ফের সেই হাসপাতালে চলে যেতে হচ্ছে।
দফায় বৃষ্টিতে পূর্ব মেদিনীপুরে পটাশপুর ও ভগবানপুরের পরিস্থিতি টা জন্য ঠিক এরকমই।কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকায় বন্যা কবলিত এলাকা থেকে জল নামতে শুরু করেছিল। ত্রান শিবির থেকে বাড়ি ফিরতে শুরু করেছিল অনেকে। কিন্তু পুজো কাটতে না কাটতেই নিম্নচাপের জেরে ফের বৃষ্টি গুলিয়ে দিয়েছ সবকিছুই।
দুদিনের ভারী বৃষ্টিতে ফের জল জমতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর ও ভগবানপুরের বিস্তৃন এলাকায়।এমনটা চলতে থাকলে ফের প্লাবনে আশঙ্কা করেছেন স্থানীয়রা। কেলেঘাই নদীর বাঁধ ভেঙে গত 16 সেপ্টেম্বর প্রথম জল ঢুকে পটাশপুর এ প্লাবিত হয়েছিল ভগবানপুর ও।
তারপর থেকে দফায় দফায় বৃষ্টিতে পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। মাসের ওপর হয়ে গেল এখনো জলবন্দি পটাশপুরের বিস্তীর্ণ এলাকা।জলের তলায় চাষের জমি। ঘরের সামনেই যেন উঠে এসেছে পুকুর। পটাশপুরে পূজার বিসর্জন দিতে হয়েছে জলে লক্ষ্মীপুজো ও জলবন্দী হয়ে কাটবে। কালীপূজাতে কী ছবিটা বদলাবে সংশয়ে এলাকাবাসী।