ব্যবহার করা চা পাতার গুনাগুন

ব্যবহার করা চা পাতার গুনাগুন

আজবাংলা  প্রত্যেক সকালে দিনটাই শুরু হয় চা পান করে। কেউ পছন্দ করেন লিকার এবার কেউ দুধ চিনি চা। আবার অনেকে সাধারন চা খান না। সেক্ষেত্রে পছন্দ করেন দার্জিলিং টি। আবার লেবু চাও আজকের দিনে সমান জনপ্রিয়।তবে সে যে চা হোক না কেন চা পান না করে কেউই থাকেন না। আচ্ছা আপনিও নিচ্ছয় বাকিদের মতন চা তৈরি করে চা পাতা ফেলে দেন?

যদি করে থাকেন তাহলে আর আবার থেকে তা করবেন না। আসলে যে জিনিসটা দিয়ে আপনি একবারের পরও বেশ কয়েকবার ব্যবহার করতে পারবেন, সেটি ফেলে কেন দেবেন।আসলে চা পাতা দিয়ে চা বানিয়েও, পরে আরও অনেকভাবে চা পাতাকে ব্যবহার করা যায়। আসুন দেখে নিন কি কি ভাবে চা পাতাকে একবারের বেশি ব্যবহার করতে পারবেন।

১} গাছ লাগানোর অভ্যাস রয়েছে? তাহলে সারের পাশাপাশি আপনি চায়ের ব্যবহার করা পাতাও দিতে পারেন গাছের গোড়ায়। সার যদি সময়মত দিতে নাও পারেন, তাহলে শুধুই চায়ের পাতা দিয়ে যান। দেখবেন কি সুন্দর গাছের বাড়বৃদ্ধি হবে। ব্যবহার করা চা পাতা ভেজানো জল গাছের গোড়ায় দিন। তাহলেই আপনার অনেক পুষ্টি পাবে।

২} অনেক সময়ই তেলের দাগ লেগে যায় রান্নার জিনিসে। তখন সেটি পরিষ্কার করতে কতই না পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে আপনি ব্যবহার করা টি ব্যাগ বা চায়ের পাতা দিয়ে অনায়াসে পরিষ্কার হতে পারে দাগ। এর জন্য সারারাত গরম জলে ব্যবহার করা চা পাতা কিংবা টি ব্যাগ ভিজিয়ে রাখুন। ব্যাস, একবার ধুলেই পার্থক্য বুঝতে পারবেন।

৩} এছাড়া ব্যবহার করা চায়ের পাতা দিয়ে কাঠের আসবাবপত্র দিব্যি পরিষ্কার করা যায়। জলের মধ্যে ব্যবহার করা ওই টি ব্যাগ কিংবা চায়ের পাতা ফেলে দিন। এবার ওই জল দিয়ে বাড়িতে থাকা চেয়ার, টেবিল মুছে নিন। একেবারে নতুনের মত লাগবে।

৪} বর্ষায় বা এমনি অনেক সময় জুতোতে দারুন দুর্গন্ধ হয়। ওই অসহ্য গন্ধ দূর করতে গেলে আপনি চায়ের পাতা ব্যবহার করতে পারবেন। এর জন্য সবথেকে ভালো হয় টি ব্যাগ কাজে লাগাতে পারলে।

আরো পড়ুন      জীবনী  মন্দির দর্শন  ইতিহাস  ধর্ম  জেলা শহর   শেয়ার বাজার  কালীপূজা  যোগ ব্যায়াম  আজকের রাশিফল  পুজা পাঠ  দুর্গাপুজো ব্রত কথা   মিউচুয়াল ফান্ড  বিনিয়োগ  জ্যোতিষশাস্ত্র  টোটকা  লক্ষ্মী পূজা  ভ্রমণ  বার্ষিক রাশিফল  মাসিক রাশিফল  সাপ্তাহিক রাশিফল  আজ বিশেষ  রান্নাঘর  প্রাপ্তবয়স্ক  বাংলা পঞ্জিকা