রানাঘাট উত্তরপশ্চিম বিধানসভা কেন্দ্রঃ নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তরপশ্চিম

রানাঘাট উত্তরপশ্চিম বিধানসভা কেন্দ্রঃ  নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র রানাঘাট উত্তরপশ্চিম

রানাঘাট উত্তর পশ্চিম (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। বীরনগর পৌরসভা।  ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৮৭ নং রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি রানাঘাট পৌরসভা, তাহেরপুর নিদিষ্ট এলাকা, বীরনগর পৌরসভা এবং রামনগর-১, বারাসাত, কালিনারায়ণপুর-পাহাড়পুর এবং খিস্মা গ্রাম পঞ্চায়েত গুলি রানাঘাট-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং অরবন্দি-১ এবং অরবন্দি-২ গ্রাম পঞ্চায়েত গুলি শান্তিপুর সমষ্টি উন্নয়ন ব্লক এবং ফুলিয়া টাউনশিপ এর অন্তর্গত। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি ১৩ নং রানাঘাট লোকসভা কেন্দ্র (এসসি) এর অন্তর্গত। রানাঘাট পূর্ব এবং পশ্চিম কেন্দ্রটি পূর্বে নবদ্বীপ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।

 ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী শঙ্কর সিং৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ১ লক্ষ ৯ হাজার ৬০৭৷ দ্বিতীয় স্থানে থাকা তৃণমূলের পার্থসারথি চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৮৬ হাজার ১৮৭ ভোট। তৃতীয় স্থানে থেকে বিজেপি প্রার্থী পেয়েছিলেন ১০ হাজার ২২৫ ভোট। তবে এবার শঙ্কর সিং যোগ দিয়েছেন তৃণমূলে। এই কেন্দ্রে এবার ভোটের হিসেবে অনেক ওলোট-পালোট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

  আরও পড়ুন        নদিয়া বিধানসভা আসন  করিমপুর,   তেহট্ট,    পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া,    কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ ,শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা  

পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্য নির্বাচন, ২০২১: রানাঘাট উত্তরপশ্চিম  বিধানসভা কেন্দ্র  ভোটগ্রহণ ১৭ এপ্রিল 
দল প্রার্থী ভোট % ±%
  তৃণমূল কংগ্রেস শংকর সিংহ      
  বিজেপি পার্থসারথী চট্টোপাধ্যায়      
  সিপিএম বিজয়েন্দু বিশ্বাস       
           
ভোটার উপস্থিতি      

   তিন  প্রার্থী

শংকর সিংহ (তৃণমূল), পার্থসারথী চট্টোপাধ্যায়(বিজেপি) এবং বিজয়েন্দু বিশ্বাস (সংযুক্ত মোর্চা)। 

২০১৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা রানাঘাট উত্তরপশ্চিম বিধানসভা কেন্দ্র 

দল প্রার্থী ভোট
তৃণমূল পার্থ সারথি চ্যাটার্জি ৮৬ হাজার ১৮৭ ভোট
কংগ্রেস শঙ্কর সিং  ১ লক্ষ ৯ হাজার ৬০৭
বিজেপি অনল বিশ্বাস   ১০ হাজার ২২৫ ভোট
   

২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের পার্থসারথি চ্যাটার্জী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর মীনা ভট্টাচার্যকে পরাজিত করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১: রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্র
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল কংগ্রেস পার্থসারথি চ্যাটার্জী ১০১,৩৯৫ ৫৪.৪১ +৭.৮৮#
সিপিআই(এম) মীনা ভট্টাচার্য ৭৪,০৫১ ৩৯.৭৪ -১০.৫৯#
বিজেপি মেঘলাল কর্মকার ৬,৭৬৯ ৩.৬৩
বিএসপি সুলতা রায় (প্রামাণিক) ৪,১২২ ২.২১
ভোটার উপস্থিতি ১৮৬,৩৩৭ ৮৮.৩৮
সিপিআই(এম) থেকে তৃণমূল কংগ্রেস অর্জন করেছে সুইং +১৮.৪৭#

বিধানসভার বিধায়ক

নির্বাচনের
বছর
কেন্দ্র বিধায়ক রাজনৈতিক দল
১৯৫১ রানাঘাট বিজয়কৃষ্ণ সরকার ভারতীয় জাতীয় কংগ্রেস
কেশব চন্দ্র মিত্র ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৫৭ বিনয় কুমার চ্যাট্টার্জী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬২ গৌড় চন্দ্র কুন্ডু ভারতের কমিউনিস্ট পার্টি
১৯৬৭ রানাঘাট পূর্ব নিতাইপদ সরকার ভারতের কমিউনিস্ট পার্টি
রানাঘাট পশ্চিম বিনয় কুমার চ্যাটার্জী ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৬৯ রানাঘাট পূর্ব নিতাইপদ সরকার ভারতের কমিউনিস্ট পার্টি
রানাঘাট পশ্চিম গৌড় চন্দ্র কুন্ডু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৭১ রানাঘাট পূর্ব নরেশ চন্দ্র বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
রানাঘাট পশ্চিম গৌড় চন্দ্র কুন্ডু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৭২ রানাঘাট পূর্ব নিতাইপদ সরকার ভারতের কমিউনিস্ট পার্টি
রানাঘাট পশ্চিম নরেশ চন্দ্র চাকি ভারতীয় জাতীয় কংগ্রেস
১৯৭৭ রানাঘাট পূর্ব সতীশ চন্দ্র বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
রানাঘাট পশ্চিম গৌড় চন্দ্র কুন্ডু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
১৯৮২ রানাঘাট পূর্ব সতীশ চন্দ্র বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
রানাঘাট পশ্চিম গৌড় চন্দ্র কুন্ডু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
১৯৮৭ রানাঘাট পূর্ব বিনয় কৃষ্ণ বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
রানাঘাট পশ্চিম গৌড় চন্দ্র কুন্ডু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৯১ রানাঘাট পূর্ব বিনয় কৃষ্ণ বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
রানাঘাট পশ্চিম সুভাষ বসু ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৯৯৬ রানাঘাট পূর্ব বিনয় কৃষ্ণ বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
রানাঘাট পশ্চিম শঙ্কর সিংহ ভারতীয় জাতীয় কংগ্রেস 
২০০১ রানাঘাট পূর্ব অসীম বালা ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
রানাঘাট পশ্চিম শঙ্কর সিংহ ভারতীয় জাতীয় কংগ্রেস 
২০০৬ রানাঘাট পূর্ব দেবেন্দ্রনাথ বিশ্বাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
রানাঘাট পশ্চিম অলোক কুমার দাস ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
২০১১ রানাঘাট উত্তর পশ্চিম পার্থসারথি চ্যাটার্জী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

  আরও পড়ুন        নদিয়া বিধানসভা আসন  করিমপুর,   তেহট্ট,    পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া,    কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ ,শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা