রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রঃ নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র রানাঘাট দক্ষিণ

রানাঘাট দক্ষিণ (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি এসসি এর জন্য সংরক্ষিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৯০ নং রানাঘাট দক্ষিণ (এসসি) বিধানসভা কেন্দ্রটি অনিশমালি, বৈদ্যপুর-১, বৈদ্যপুর-২, দেবগ্রাম, মাঝেরগ্রাম, নোকারি, শ্যামনগর এবং রঘুনাথপুর হিজুলি-১ গ্রাম পঞ্চায়েত গুলি রানাঘাট-২ সমষ্টি উন্নয়ন ব্লক এবং আনুলিয়া,
হাবিবপুর, নওপাড়া মাসুন্ডা, পায়রাডাঙ্গা, রামনগর-২ এবং তারাপুর গ্রাম পঞ্চায়েত গুলি রানাঘাট-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং কুপার্স ক্যাম্প নির্দিষ্ট এলাকা এর অন্তর্গত। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি ১৩ নং রানাঘাট লোকসভা কেন্দ্র (এসসি) এর অন্তর্গত। রানাঘাট পূর্ব এবং পশ্চিম কেন্দ্রটি পূর্বে নবদ্বীপ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।
রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে জয় পায় সিপিএম। ১ লক্ষ ৪ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী রমা বিশ্বাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আবিররঞ্জন বিশ্বাসকে গত বিধানসভা ভোটে তিনি হারিয়েছিলেন ১৭ হাজার ২৫৩ ভোটের ব্যবধানে। এই কেন্দ্রে গতবার তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ঝুলিতে গিয়েছিল ১৮ হাজার ১১৪ ভোট।
আরও পড়ুন নদিয়া বিধানসভা আসন করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ ,শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা
পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্য নির্বাচন, ২০২১: রানাঘাট দক্ষিণ বিধানসভা (এসসি) কেন্দ্র ভোটগ্রহণ ২২ এপ্রিল | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | বর্ণালী দে | ||||
বিজেপি | মুকুটমণি অধিকারী | ||||
সিপিএম | রমা বিশ্বাস | ||||
ভোটার উপস্থিতি |
২০২১: রানাঘাট দক্ষিণ বিধানসভা (এসসি) কেন্দ্রের প্রার্থী
বর্ণালী দে তৃণমূল মুকুটমণি অধিকারী বিজেপি রমা বিশ্বাস সিপিএম
২০১৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা রানাঘাট দক্ষিণ বিধানসভা (এসসি) কেন্দ্র
দল | প্রার্থী | ভোট |
তৃণমূল | আবির রঞ্জন বিশ্বাস | ৮৬,৯০৬ |
সিপিএম | রমা বিশ্বাস | ১,০৪,১৫৯ |
বিজেপি | সুস্মিতরঞ্জন হালদার | ১৮,১১৪ |
২০১১ সালের নির্বাচনে, তৃণমূল কংগ্রেসের আবির রঞ্জন বিশ্বাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই (এম) -এর আলোক দাসকে পরাজিত করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:রানাঘাট দক্ষিণ (এসসি) কেন্দ্র | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
তৃণমূল কংগ্রেস | আবির রঞ্জন বিশ্বাস | ৯৯,৪৩২ | ৫১.২৩ | -২.৬৫ | |
সিপিআই(এম) | আলোক দাস | ৭৯,৮২৪ | ৪১.১৩ | -১.৪৫ | |
বিজেপি | বিনয় ভূষণ রায় | ৮,৯৩৪ | ৪.৬০ | ||
বিএসপি | প্রশান্ত বিশ্বাস | ২,৯৫১ | |||
নির্যাতিত সমাজ বিপ্লবী পার্টি | চৈতন্য বারাই | ২,৯৪২ | |||
ভোটার উপস্থিতি | ১৯৪,০৮৩ | ৮৭.৫৫ | |||
সিপিআই(এম) থেকে তৃণমূল কংগ্রেস অর্জন করেছে | সুইং | -১.২০ |
বিধানসভার বিধায়ক
নির্বাচনের বছর |
কেন্দ্র | বিধায়ক | রাজনৈতিক দল |
---|---|---|---|
১৯৫১ | রানাঘাট | বিজয়কৃষ্ণ সরকার | ভারতীয় জাতীয় কংগ্রেস |
কেশব চন্দ্র মিত্র | ভারতীয় জাতীয় কংগ্রেস | ||
১৯৫৭ | বিনয় কুমার চ্যাট্টার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৬২ | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি | |
১৯৬৭ | রানাঘাট পূর্ব | নিতাইপদ সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি |
রানাঘাট পশ্চিম | বিনয় কুমার চ্যাটার্জী | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৬৯ | রানাঘাট পূর্ব | নিতাইপদ সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৭১ | রানাঘাট পূর্ব | নরেশ চন্দ্র বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৭২ | রানাঘাট পূর্ব | নিতাইপদ সরকার | ভারতের কমিউনিস্ট পার্টি |
রানাঘাট পশ্চিম | নরেশ চন্দ্র চাকি | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৭৭ | রানাঘাট পূর্ব | সতীশ চন্দ্র বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৮২ | রানাঘাট পূর্ব | সতীশ চন্দ্র বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৮৭ | রানাঘাট পূর্ব | বিনয় কৃষ্ণ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | গৌড় চন্দ্র কুন্ডু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৯১ | রানাঘাট পূর্ব | বিনয় কৃষ্ণ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | সুভাষ বসু | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
১৯৯৬ | রানাঘাট পূর্ব | বিনয় কৃষ্ণ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | শঙ্কর সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০০১ | রানাঘাট পূর্ব | অসীম বালা | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | শঙ্কর সিংহ | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
২০০৬ | রানাঘাট পূর্ব | দেবেন্দ্রনাথ বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
রানাঘাট পশ্চিম | অলোক কুমার দাস | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) | |
২০১১ | রানাঘাট দক্ষিণ | আবির বিশ্বাস | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস |
আরও পড়ুন নদিয়া বিধানসভা আসন করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ ,শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা