শান্তিপুর পুরসভা

শান্তিপুর পুরসভা

শান্তিপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি শহর ও  শান্তিপুর পৌরসভা পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রাচীনতম পৌরসভা। এই পৌরসভা ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। শান্তিপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ঈশ্বর চন্দ্র ঘোষাল। এ সময় পৌরসভার কোনো ভাইস চেয়ারম্যান ছিলেন না। চেয়ারম্যান এবং শ্রী কৃষ্ণ বল্লভ প্রামাণিক ও শ্রী শিবচন্দ্র পাল নামে দুই কমিশনার প্রথম বোর্ডে ছিলেন।

পরবর্তীকালে শান্তিপুরের বেশ কয়েকজন স্বনামধন্য ব্যক্তি পৌরসভার চেয়ারম্যান পদে ভূষিত হন। প্রখ্যাত কবি নবীন চন্দ্র সেন ৪ জুন, ১৮৯৪ থেকে ৩ মে, ১৮৯৭ সাল পর্যন্ত শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১লা অক্টোবর, ১৮৫৩ থেকে ১২ এপ্রিল, ১৯১১ পর্যন্ত এবং পরবর্তীতে সমগ্র চেয়ারম্যান নির্বাচিত হন। শান্তিপুর পৌরসভার কাউন্সিলর বোর্ডের ১লা অক্টোবর, ১৮৫৩ থেকে এই তারিখ পর্যন্ত সমস্ত রেজুলেশন পৌরসভায় যথাযথভাবে সংরক্ষিত এবং পড়ে আছে।

শান্তিপুর মূলত তাঁতশিল্প-তন্তুবায়, মেয়েদের রূপচর্চা-কেশবিন্যাস এবং বৈষ্ণবাচার্য অদ্বৈত মহাপ্রভু তথা সংস্কৃত বিদ্বদসমাজের জন্য বিখ্যাত ছিল। বর্তমানেও শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। ২০০১ সালের আদমশুমারি অনুসারে শান্তিপুর শহরের জনসংখ্যা হল ১৩৮,১৯৫ জন।  এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%। এখানে সাক্ষরতার হার ৬৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৬৯% এবং নারীদের মধ্যে এই হার ৫৮%।

সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে শান্তিপুর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১২% হল ৬ বছর বা তার কম বয়সী। শান্তিপুরের প্রায় ৭৯.১৫ % মানুষ হিন্দুধর্মে বিশ্বাসী। এখানে ইসলামে ২০.২৫ %, খ্রিস্ট ধর্মে ০.০৪ %, শিখধর্মে ০.০২ %, বৌদ্ধ ধর্মে ০.০১ %, জৈন ধর্মে ০.০১ % মানুষ বিশ্বাসী। এছাড়া অন্যান্য ধর্মে ০.৪২ % মানুষ বিশ্বাসী ও বিবৃতি নেই এমন মানুষ ০.১১ %। ঠিকানা: শান্তিপুর পৌরসভা, এনএসরোড, শান্তিপুর পিনকোড: 741404 যোগাযোগ: 03472-27-8029/7170 ইমেইল: [email protected] 

আরও পড়ুন   শান্তিপুর | নদীয়ায় জেলার ঐতিহাসিক জনপদ Santipur

 শান্তিপুর শহর বাস ও রেল যোগাযোগের মাধ্যমে রাজ্য রাজধানী কলকাতা ও জেলা সদর কৃষ্ণনগরের সাথে যুক্ত। কলকাতা হতে শান্তিপুরের ওপর দিয়ে ৩৪ নং জাতীয় সড়ক অতিক্রম করেছে। রেলপথে শিয়ালদহ রেলওয়ে স্টেশন হতে সরাসরি শান্তিপুর বিদ্যুৎচালিত ট্রেনের মাধ্যমে সংযুক্ত। অতীতে শান্তিপুর - কৃষ্ণনগর - নবদ্বীপ ঘাট ন্যারো গেজ রেলপথ ছিল। অধুনা তা ব্রড গেজে রূপান্তরিত হয়েছে। ভাগীরথী নদীর অপর পাড়ে বর্ধমান জেলার কালনা ও হুগলী জেলাস্থিত গুপ্তিপাড়ার সাথে শান্তিপুর নৌকা পথে যুক্ত।

শান্তিপুর পৌরসভার ভোট ২০২২   ১ নম্বর ওয়ার্ড যতন সরকার, ২ নম্বর ওয়ার্ড পুষ্পা দাস, ৩ নম্বর ওয়ার্ড প্রশান্ত বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ড পলি গোস্বামী, ৫ নম্বর ওয়ার্ড প্রভাত বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ডে অরুন বাসাক, ৭ নম্বর ওয়ার্ডে সুব্রত ঘোষ, ৮ নম্বর রুপা কর, ৯ নম্বর ওয়ার্ড চঞ্চল প্রমানিক, ১০ নম্বর ওয়ার্ড রাজীব সাহা, ১১ নম্বর ওয়ার্ড স্নিগ্ধা ব্যানার্জি, ১২ নম্বর ওয়ার্ড বাসনা মঠ, 

১৩ নম্বর ওয়ার্ডের প্রশান্ত গোস্বামী, বংশী ১৪ নম্বর ওয়ার্ডে পম্পা বিশ্বাস রাজবংশী, ভট্টাচার্য্য ১৫ নম্বর ওয়ার্ডে প্রিয়াঙ্কা ভট্টাচার্য্য, ১৬ নম্বর ওয়ার্ডে বিন্দাবন প্রামাণিক, ১৭ নম্বর ওয়ার্ডের দীপঙ্কর সাহা,১৮ নম্বর ওয়ার্ডে নরেশ লাল সরকার, ১৯ নম্বর ওয়ার্ডে অনন্যা ঘোষ, কুড়ি নম্বর ওয়ার্ডে শুভজিৎ দে, ২১ নম্বর ওয়ার্ডে উৎপল সাহা, কোন কারিগর ২২ নম্বর ওয়ার্ডে বুলা খাতুন কারিগর, বেগম ২৩ নম্বর ওয়ার্ডে নাজিরা বেগম, ২৪ নম্বর ওয়ার্ডে অনিমা প্রামানিক। 

শান্তিপুর পুরসভা ২০২২ 

মোট ওয়ার্ড: ২৪
তৃণমূল: ২২
বিজেপি: ২
কংগ্রেস: ০
সিপিএম: ০
অন্যান্য: ০
বোর্ড তৃণমূল