মুখের অবাঞ্ছিত লোম দূর করবেন? জেনে নিন উপায়

আজ বাংলা: মুখে লোম থাকা কোনো সমস্যার বিষয় নয়। তবে । মেয়েদের বলতে গেলে একে অবাঞ্ছিতই মনে করেন। তাই অনেকেই নিয়মিত মুখের লোম তুলে ফেলেন। এতে মুখ দেখতে পরিষ্কার লাগে। সাধারণত হরমোন সংক্রান্ত সমস্যার কারণে ঠোঁটের উপরে লোম দেখা দেয়। শুধু ঠোঁটের উপর নয় গাল, চিবুক শরীরের বিভিন্ন স্থানে লোম দেখা দেয়। বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিম, বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করা হয় এই লোম দূর করার জন্য। এই ট্রিটমেন্টগুলো যেমন ব্যয়বহুল তেমনি এর রয়েছে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া। এই অবাঞ্ছিত লোম দূর করার কিছু ঘরোয়া উপায় রয়েছে। এই উপায়গুলো যেমন কম ব্যয়বহুল তেমনি নিরাপদ। আসুন তাহলে জেনে নিন কীভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করবেন ।
টুইজার ব্যবহার
অনেকেই টুইজার বা চিমটা ব্যবহার করতে ভয় পান। তবে মুখ ও ভ্রুয়ের চারপাশের অবাঞ্ছিত লোম তুলতে টুইজার নিরাপদ। বিশেষত, যারা নিজে নিজের লোম তুলে থাকেন তাদের জন্য এটা সহজ ও নিরাপদ উপায়।
থ্রেডিং
টুইজার ব্যবহার নিখুঁত মনে না হলে ‘থ্রেডিং’ বেছে নিতে পারেন। এতে খানিকটা ব্যথা পেলেও লোম তোলার ক্ষেত্রে এটা ভারতের বেশ পুরানো ও প্রচলিত।‘থ্রেডিং’ দক্ষ ব্যক্তির কাছে করা প্রয়োজন। এবং থ্রেড করা হয়ে গেলে ত্বকে বরফ ব্যবহার করুন, আরাম পাবেন।
ওয়াক্সিং:
মুখে খুব বেশি লোম থাকলে ও এর পুরুত্ব বেশি হলে ওয়াক্সিং করা কার্যকর। মুখ ওয়াক্সিং করতে অবশ্যই প্রচণ্ড ব্যথা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে।যদিও বর্তমানে ‘ওয়াক্সিং স্ট্রিপ’ পাওয়া যায়। এর ফলে গরম তরলের ওয়াক্স মুখে ব্যবহারের প্রয়োজন হয় না।ঘরোয়া তাপমাত্রায় এটাই মুখে ওয়াক্স করার সহজ ও নিরাপদ উপায়।
স্থায়ী ফলাফলের জন্য লেজার ব্যবহারনিয়মিত মুখের লোম তুলে যদি বিরক্ত হয়ে যান তাহলে স্থায়ী ফলাফলের জন্য লেজার ব্যবহার করতে পারেন। এটা এক কালীন খরচের মাধ্যমে দীর্ঘদিনের জন্য সমস্যা থেকে দূরে রাখতে সহায়তা করে।লেজার লোমের ফলিকল গোড়া থেকে নষ্ট করে দেয় এবং বৃদ্ধি প্রতিহত করে। তবে লেজার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
চিনি লেবুর রস দিয়ে
টুইজার ব্যবহার না করতে চাইলে বাড়িতেই ঘরোয়া উপায় তৈরি করে নিতে পারেন ওয়্যাক্স ।শুধুমাত্র মুখের অবাঞ্ছিত লোম এনা হাত ও পায়ের অবাঞ্ছিত লোম ও খুব সহজেই এই ঘরোয়া ওয়্যাক্স দিয়ে তুলে ফেলতে পারবেন ।একটি পাত্রে কিছুটা জল নিয়ে তার মধ্যে আটকা চিনি ও একটি গোটা লেবুর রস ভালো করে মিশিয়ে গরম করতে হবে ।মিশ্রণটি ফুটতে থাকলে তা নামিয়ে কিছুক্ষণ ধরে ঠান্ডা করতে হবে ।উষ্ণ থাকা অবস্থাতে ব্যবহার করতে হবে এটি ত্বকে ।ত্বকের অল্প জায়গায় এটি এপ্লাই করে ওয়াক্সিং স্ট্রিপ বা কোন কাপড় এর সাহায্যে টেনে তুলে দিতে হবে এটি ।দেখবেন এতে ত্বকের অবাঞ্ছিত লোম ও হবে দূর ।
চিনি মধুর মিশ্রণ
চিনি ও মধু মিশ্রিত করে ও বাড়িতে তৈরি করে নিতে পারেন ওয়্যাক্স।একটি পাত্রে সমপরিমাণ চিনি ও মধু ভালো করে মিশিয়ে তা গরম করতে হবে বেশ কিছুক্ষণ ধরে ।সেই সাথে যোগ করতে হবে এক চামচ লেবুর রস ।মিশ্রণটি ভালো করে ফুটে উঠলে তা ঠান্ডা করতে হবে কিছুক্ষণ ধরে ।মিশ্রণটি উষ্ণ থাকা অবস্থাতেই ত্বকে লাগিয়ে ওয়াক্সিং স্ট্রিপ বা কাপড় বসিয়ে তুলে ফেলতে হবে ।
ডিম কর্নফ্লাওয়ারের মিশ্রণ
বেশি পরিমাণে চিনি মধু ইত্যাদি ওয়েস্ট করতে না চাইলে ডিমের সাথে কর্নফ্লাওয়ার মিশিয়ে তৈরি করেন ঘরোয়া হেয়ার রিমুভার ।একটি পাত্রে আজ চা চামচ কর্নফ্লাওয়ার ,ডিমের সাদা অংশও এক টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে ।এটি গরম করার কোন দরকার নেই তোকে এই মিশ্রণটি কিছুক্ষণ লাগিয়ে রাখুন প্রথমে ।মিশ্রণটি ত্বকে শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন এটি দেখবেন মুখমন্ডলের যাবতীয় অবাঞ্ছিত লোম দূর হয়েছে ।
কাঁচা হলুদ ও দুধের পেস্ট
লোম তোলার জন্য আরো একটি প্যাক ব্যবহার করতে পারেন কাঁচা হলুদ বাটা ও দুধ দিয়ে ।দুধের বদলে দই দিও বানাতে পারেন এই প্যাকটি ।তবে কাঁচা হলুদ বাটার বদলে গুঁড়ো হলুদ ব্যবহার করবেন না যেন তাহলে সেরকম ভাল ফল পাবেন না ।এই মিশ্রণটি ঠোঁটের ওপরের অবাঞ্ছিত লোম তুলতে বিশেষ উপকারী ।দুধ ও হলুদ বাটা একসাথে মিশিয়ে তা ঠোঁটের ওপরে ত্বকে লাগিয়ে রাখুন যতক্ষণ না শুকিয়ে যায় মিশ্রণটি ।এরপর ঘষে ঘষে ভালো করে তুলে ফেলুন পেস্ট টি ।এবার ভাল করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন জায়গাটি দেখবেন অবাঞ্ছিত লোম উঠে গেছে ।
অ্যালোভেরা জেল, সুজি ও অলিভ অয়েলের প্যাক
আগের ঘরোয়া রেমেডি গুলি সমস্ত ত্বকেই অ্যাপ্লাই করা যাবে ঠিক ই তবে নিম্নলিখিত এই রেমেডি টি রইল বিশেষত সেনসিটিভ স্কিনের জন্য।একটি পাত্রে আধ কাপ অ্যালোভেরা জেল আধ চা চামচ লেবুর রস 1 চা চামচ মধু 1 চা চামচ চালের গুড়োর সুজি এবং আধা চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে তৈরি করে ফেলুন একটি ঘন প্যাক ।এরপর শুধু চোখ ও ভ্রু টুকু বাদ দিয়ে গোটা মুখে ফেস মাস্ক এর মতো লাগিয়ে নিন এটি ।প্যাকটি শুকিয়ে গেলে অল্প জল দিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে ফেলুন এটি ।এতে মুখের অবাঞ্ছিত লোম সহজে দূর হবে সেই সাথে আপনার ত্বক হয়ে উঠবে সুন্দর ।