পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন

সম্প্রতি অতি বর্ষণের জেরে East Midnapore পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা এখনো জলমগ্ন। একদিকে রাস্তাঘাট যেমন রয়েছে জলমগ্ন,পাশাপাশি কৃষিক্ষেতেও চরম ক্ষতির শিকার কৃষকেরা।প্রায় ১৫ দিন মাঠে জলবন্দি ধানক্ষেত।ফলে গাছে পচন শুরু হয়েছে ধানক্ষেতে।

এমনি ক্ষতির শিকার হয়েছে কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় সমস্ত গ্রাম। কৃষকদের অভিযোগ জলনিকাশী ব্যবস্থা ঠিক না থাকার কারনে মাঠের জমা জল দীর্ঘদিন জমা রয়েছে। পাশাপাশি গুলাবের প্রভাবে মঙ্গলবার আবার আকাশের মুখ ভার।

শুরু হয়েছে হালকা বৃষ্টি বেলা বাড়ার সাথে সাথে।ফলে মনে করা হচ্ছে আবারো বৃষ্টির জলে সমস্যায় পড়বে সাধারন মানুষ থেকে কৃষকমহল। ফলে কপালে ভাঁজ পড়তে শুরু হয়েছে ধানচাষিদের। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়।