নদিয়ায় ফের প্রকাশ্যে শ্যুট আউ, খুন প্রাক্তন পুলিশকর্মী

নদিয়ায় ফের প্রকাশ্যে শ্যুট আউ, খুন প্রাক্তন পুলিশকর্মী

ফের প্রকাশ্যে শ্যুট আউট রাজ্যে। এবার নদিয়ায় (Nadia) ভর সন্ধ্যায় চলল গুলি। একেবারে প্রাক্তন পুলিশ কর্মীকে গুলি করে খুন করা হল। একেবারে বাড়ির সামনেই কয়েকজন দুষ্কৃতী স্কুটিতে চড়ে এসে প্রাক্তন পুলিশকর্মীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। তারপর ওই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

শুক্রবার সন্ধ্যায় নদিয়ার কল্যাণী থানার গয়েশপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা, কেন ওই পুলিশকর্মীর উপর হামলা চালাল তা স্পষ্ট নয়। এদিকে, প্রাক্তন পুলিশকর্মীর উপর গুলি চালনার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।  পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশকর্মীর নাম জনার্ধন কর্মকার (৬৫)। ব্যারাকপুর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

পাঁচ বছর আগে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এদিন সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী একটি স্কুটিতে চেপে এসে জনার্দন কর্মকারকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। কারা, কেন প্রাক্তন পুলিশকর্মীর উপর হামলা চালাল তা স্পষ্ট নয়। পুরোনো কোনও শত্রুতার জের নাকি বর্তমান সময়কার গণ্ডগোল তা এখনও স্পষ্ট নয়।

গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে কল্যাণী থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, গয়েশপুর ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা জনার্ধন কর্মকার এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতী একটি স্কুটিতে চড়ে তাঁর সামনে আসেন। তারপর তিনি কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন।

ভরসন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় এভাবে গুলি চালনার ঘটনায় হতবাক হয়ে যান এলাকাবাসীও।  এদিকে,পরপর গুলিতে ঝাঁঝড়া হয়ে গিয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রাক্তন পুলিশকর্মী। স্থানীয় বাসিন্দারাই প্রথমে তাঁকে উদ্ধার করে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ! হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল ঘিরে রেখে সিসি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।