ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি

ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি (Siliguri)। রবিবার সকাল ৮টা নাগাদ কেঁপে ওঠে শিলিগুড়ি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৫। ভূমিকম্পের উৎসস্থল নেপাল (Nepal)। শিলিগুড়ি (Siliguri) সহ দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), কার্শিয়াঙেও (Kurseong) কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিনের ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
তবে শহরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই কম্পন টের পাওয়া মাত্র ঘর থেকে বাইরে বেরিয়ে চলে আসেন। এই নিয়ে চলতি মাসে দু-বার ভূমিকম্প হল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে। জানা গিয়েছে, এদিন সকাল ৭টা বেজে ৫৮ মিনিট নাগাদ শিলিগুড়ি (Siliguri) শহরে মাঝারি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫।
এই ভূমিকম্পের উৎসস্থল নেপালের রাজধানী কাঠমাণ্ডু (Kathmandu)। এদিন শিলিগুড়ি (Siliguri) সহ দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Darjeeling), কার্শিয়াঙেও (Kurseong) কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা মাঝারি হলেও বেশিক্ষণ স্থায়ী ছিল না। ফলে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষত, একদিকে বৃষ্টি তার উপর এই ভূমিকম্প নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে উত্তরবঙ্গের বাসিন্দাদের মনে।
উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখই ভূমিকম্পে কেঁপে উঠেছিল শিলিগুড়ি সহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙ। সেবার রাত ১১টা ৫৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা কোথা ছিল ৪.১ এবং ৩.১। তবে কম্পনের স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। ফলে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর ছিল না। ওই কম্পনের উৎসস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের রাজধানী থিম্পু। ক্ষয়ক্ষতির কোনও খবর না থাকলেও ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছে।