শোভন-বৈশাখীর জীবনে বসন্ত এসে গেছে

শোভন চট্টোপাধ্যায় ও Baishakhi Banerjee বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জীবনেও বসন্ত এসে গেছে । রঙের উৎসবে রঙিন হয়ে উঠেছেন তাঁরা। একে অপরের গালে রং লাগিয়ে দোল সেলিব্রেট করলেন তাঁরা। দুর্গাপুজোয় একে অপরের হাতে-হাত ধরে নেচে উঠেছিলেন শোভন ও বৈশাখী। দশমীতে আবার প্রাক্তন অধ্যাপিকা বৈশাখীর সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেন কলকাতার প্রাক্তন মেয়র।
যা নিয়ে তখন প্রচুর আলোচনা হয়েছিল। রাজনীতির মঞ্চেও কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আবার ‘জেলবন্দি’ শোভনের দুর্দিনেও পাশে ছিলেন প্রকৃত সঙ্গী হয়ে। অর্থাৎ জীবনের সমস্ত চড়াই-উতরাইয়ে পরস্পরের পাশে থেকেছেন তাঁরা। নানা প্রতিকূলতা কাটিয়ে আপাতত তাঁদের জীবনে এখন বসন্ত। দোলের দিনের ছবিগুলো অন্তত যেন সে কথাই বলে দিচ্ছে।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী। ছবিতে শোভন ও বৈশাখী কখনও একে অপরের গাল রাঙিয়ে দিচ্ছেন লাল রংয়ে, তো কখনও পরস্পরকে ঠান্ডাই খাইয়ে দিচ্ছেন। তাঁদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠে বৈশাখীকন্যা মেহুলও। সব মিলিয়ে দক্ষিণ কলকাতায় শোভন-বৈশাখীর বাড়িতে এদিন উৎসবের আমেজ।
উল্লেখ্য, সম্প্রতি অধ্যাপিকা বৈশাখীর (Baishakhi Banerjee) সিঁদুর পরা নিয়ে তোপ দেগেছিলেন শোভনপত্নী রত্না চট্টোপাধ্যায়। তিনিই বৈশাখীকে সিঁদুর পরার অধিকার দিয়েছেন। সেই সঙ্গে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে তাঁর আক্রমণ, বৈশাখীর সিঁদুর পরা নিয়ে প্রশ্ন তোলার কোনও অধিকার তাঁর নেই।