পোস্ট অফিসের এই জমা করুন মাত্র ৯৫ টাকা! মেয়াদ শেষে মিলবে ১৪ লাখ

Post Office-এর সেভিংস স্কিমগুলির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত নাগরিকদের মধ্যে এই স্কিমগুলি বেশ সুপরিচিত। গ্রামীণ মানুষকে টার্গেট করেও বহু স্কিম নিয়ে আসে Post Office। যারা নিজেদের টাকা সুরক্ষিত রেখে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য Post Office-এ বিনিয়োগ একেবারে আদর্শ। এতে রিটার্ন কিছুটা কম পাওয়া গেলেও, তা হয় একেবারে ঝুঁকিহীন।
এতে নির্দিষ্ট রিটার্নের গ্যারান্টি থাকে। Post Offiice-এর এমনই একটি স্কিম হল Gram Sumangal Rural Postal Life Insurance Scheme। এই স্কিমের মাধ্যমে বিনিয়োগকারীরা Gram Sumangal Rural অ্যাকাউন্টে দৈনিক 95 টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে মিলবে 14 লাখ টাকা। এটি একটি Money Back Policy।
যারা বারে বারে রিটার্ন পেতে চান, তাঁদের জন্য এটা দারুণ একটা পলিসি। Gram Sumangal Rural Postal Life Insurance Scheme একটি দারুণ স্কিম। এই স্কিমে বিনিয়োগকারীরা পর্যায়ক্রমে রিটার্ন পেতে থাকেন। অর্থাৎ ম্যাচুরিটির টাকা একবারে না দিয়ে কিস্তিতে দেওয়া হয়। নমিনি বিমাকারীর মৃত্যুতে টাকা পান।
Gram Sumangal Scheme- এর বিশেষ কিছু বিষয় - এই স্কিমটিতে বিনিয়োগ করতে কমপক্ষে বয়স হতে হবে 19 বছর। - এই স্কিম 15 অথবা 20 বছরের জন্য করা যেতে পারে। - এই স্কিমে বিনিয়োগ করতে সর্বোচ্চ বয়স হতে পারে 45। - 6 বছর, 9 বছর, 12 বছরের মাথায় এই স্কিমে রিটার্ন পাওয়া যেতে পারে। - 20 শতাংশ করে তিনবার রিটার্ন পাওয়া যাবে। বাকি 40 শতাংশ টাকা পাওয়া যাবে মেয়াদ শেষ হলে।
কী ভাবে 14 লাখ টাকা পাবেন? এই স্কিমের ব্যাপারে কোনও ব্যক্তি যদি প্রতিদিন 95 টাকা করে বিনিয়োগ করতে থাকেন, তবে বার্ষিক প্রিমিয়াম হবে 32,735 টাকা৷ এই স্কিমে 15 বছর শেষে 13.72 লাখ টাকা পাওয়া যাবে। এই স্কিমের ব্য়াপারে জানতে India Post-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন কোনও বিনিয়োগকারী।
এছাড়াও কোনও Post Office-এ গিয়েও এই স্কিমের ব্যাপারে জানা যেতে পারে। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন এই সময় ডিজিটালের ব্যবসার পাতায়। একই সঙ্গে কোন ধরনের খবর আপনার পছন্দ, তা জানান কমেন্ট বক্সে।