টোকিও প্যারালিম্পিকে বিশ্বরেকর্ডও গড়ে জ্যাভলিনে সোনা পেলেন সুমিত

টোকিও প্যারালিম্পিকে বিশ্বরেকর্ডও গড়ে জ্যাভলিনে সোনা পেলেন সুমিত

প্যারালিম্পিক্সে জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের সুমিত আন্তিল। এফ ৬৪ বিভাগে সোনা জিতে নিয়েছেন ভারতের এই প্যারালিম্পিয়ান। সুমিতের হাত ধরে প্যারালিম্পিক্সে সপ্তম পদক পেল ভারত। ৬৮.৮৫ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন সুমিত। সোমবার টোকিয়োতে নিজেই রেকর্ড গড়েছেন আবার নিজেই সেই রেকর্ড ভেঙেছেন সুমিত।

৬৬.৯৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে প্রথম রাউন্ডের প্রথম থ্রোতেই বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। এর পর নিজেই নিজেকে ছাপিয়ে যান। ৬৮.০৮ মিটার দূরে গিয়ে পড়ে তাঁর জ্যাভলিন। তৃতীয় ও চতুর্থ থ্রো ৬৫.২৭ মিটার ও ৬৬.৭১ মিটার দূরে গিয়ে পড়ে তাঁর জ্যাভলিন। পঞ্চম থ্রোতে ৬৬.৮৫ মিটার দূরে যায় তাঁর জ্যাভলিন।

তাতে যদিও সোনা জিততে কোনও অসুবিধা হয়নি সুমিতের। এই বিভাগে রুপো জিতেছেন অস্ট্রেলিয়ার মাইকেল বুরেন। ব্রোঞ্জ জিতেছেন শ্রীলঙ্কার দুলান কোডিথুওয়াকু। এই ইভেন্টে ছিলেন ভারতের আরও এক প্রতিযোগী সন্দীপ চৌধুরি। তবে পদক পাননি তিনি। চতুর্থ স্থানে শেষ করেছেন সন্দীপ। ৬২.২০ মিটার ছুড়েছেন তিনি। 

তবে তিনি একা নন। একই ইভেন্ট থেকে পদক জেতেন আরেক ভারতীয়ও। দেবেন্দ্রর মতোই শুরুটা মন্থর করলেও নিজের পঞ্চম প্রয়াসে ৬৪.০১ মিটার ছুঁড়ে তৃতীয় স্থান দখল করেন সুন্দর সিং গুরাজার। টোকিওয় জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস রচনা করেছিলেন নীরজ চোপড়া। প্যারালিম্পিকে জ্যাভলিনে ভারতীয়দের ঝুলি ভরিয়ে দিয়েছে টোকিও।

অলিম্পিকে নীরজের পরেই জ্যাভলিনে সুমিতের সোনা জয়ের ঘটনায় সকলেই উচ্ছ্বসিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ''প্যারালিম্পিকেও আমাদের অ্যাথলিটদের অগ্রগতি অব্যাহত। সুমিত আন্টিলের নজির সৃষ্টিকারী পারফরম্যান্সে আমরা সকলেই গর্বিত। তাঁকে অভিনন্দন জানাই ও তাঁর ভবিষ্যত্‍ আরও উজ্জ্বল হোক, সেটাই চাই।''