২৭ লক্ষ লোক কেন আধার পাবে না, আদালতের দ্বারস্থ তৃণমূল সাংসদ

অসমের (Assam) দ্বিতীয় এনআরসি (NRC) তালিকায় স্থান পাওয়া ২৭ লক্ষ লোকের আধার কার্ড নেই৷ দেশের নাগরিক হিসেবে মান্যতা পাবার পরেও কেন তাঁদের আধার কার্ড দেওয়া হচ্ছে না, প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ সোমবার তাঁর দায়ের করা মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালতের বিচারপতি উদয় ললিতের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে কেন্দ্রীয় সরকার, অসম সরকার এবং আধার কর্তৃপক্ষকে নোটিস জারি করে তাদের জবাব তলব করা হয়েছে৷
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাব হাতে পাওয়ার পরেই আগামী মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি, জানিয়েছেন শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতিরা৷ এ দিন সুস্মিতা দেবের তরফে সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী বিশ্বজিত্ দেব প্রশ্ন করেন, অসমের এনআরসির দ্বিতীয় তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্টে নাম থাকার পরেও কেন সাড়ে সাতাশ লক্ষ মানুষ আধার কার্ড পাবেন না৷
আবেদনে বলা হয়, ''এনআরসি তালিকায় নাম থাকা এই ব্যক্তিদের দ্রুত আধার কার্ড প্রদান করা হোক৷ প্রথম এনআরসি তালিকায় নাম ছিল যাঁদের তাঁরা সবাই আধার কার্ড পেয়েছেন, তা হলে সাপ্লিমেন্টারি তালিকায় নাম থাকা ব্যক্তিরা কেন পাবেন না? আধার কার্ড না থাকা মানে জীবনধারণের ন্যূনতম সুযোগ সুবিধে প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া৷
আধার আইনে বলা হয়েছে, ন্যায্য বাসিন্দাদের আধার কার্ড প্রদান করতেই হবে৷'' শীর্ষ আদালতে এদিনের ঘটনাপ্রবাহে সন্তোষ প্রকাশ করে তাদের হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন সুস্মিতা। সুপ্রিম কোর্টে দায়ের হওয়া অপর একটি মামলায় এ দিন নোটিস জারি করে অসম সরকার ও কেন্দ্রীয় সরকারের জবাব তলব করা হয়েছে৷
'অসম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ' নামক সংস্থার তরফে দায়ের করা মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, অবৈধ বাংলাদেশি নাগরিকদের খুঁজে বার করার নামে অসমে বসবাসকারী সংখ্যালঘুদের হেনস্থা করা হচ্ছে৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্র সরকারের জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত৷