বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা তুলতে পারবেন কীভাবে দেখে নিন

ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক লম্বা সময় ধরে অপারেট না করে থাকলে সেটি ডরম্যান্ট অ্যাকাউন্ট (Dormant Account) হয়ে যায় । অর্থাত্ অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যায় । আপনার সঙ্গে এরকম হয়ে থাকলে চিন্তার কোনও কারণ নেই । এই বন্ধ থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও আপনি টাকা তুলতে পারবেন ।
এর জন্য সহজ কিছু স্টেপ মেনে চলতে হবে । ব্যাঙ্কের কাছে থাকা এই ধরনের অ্যাকাউন্টে আনক্লেমেড টাকা লাগাতার বেড়েই চলেছে । আনক্লেমেড টাকার মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডি, আরডি থেকে থাকা জমা টাকা হতে পারে ।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কোনও গ্রাহক ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাগাতার ১০ বছর কোনও লেনদেন না করলে অ্যাকাউন্টে জমা টাকা আনক্লেমেড হয়ে যায় । ব্যাঙ্কের কাছে প্রতিবছর এই ধরনের টাকা বাড়তেই চলেছে । আর্থিক বছর ২০১৯ সালের শেষে ব্যাঙ্কে এই ধরনের টাকা প্রায় ১৮৩৮০ কোটি টাকা হয়ে গিয়েছিল ।
তার আগের আর্থিক বছরে সেটি ১৪৩০৭ কোটি টাকা ছিল । এই সমস্ত টাকা রিজার্ভ ব্যাঙ্কের Depositor Education and Awareness Fund-এ ট্ক ট্রান্সফার করা হয়ে থাকে । নিয়ম অনুযায়ী, প্রত্যেক ব্যাঙ্কের নিজেদের ওয়েবসাইটে আনক্লেমড টাকার বিষয়ে জানাতে হয় ।
আপনি ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আপনার ডরম্যান্ট অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারবেন । এর জন্য জন্ম তারিখ, নাম, প্যান নম্বর, পাসপোর্ট নম্বর, পিনকোড ও টেলিফোন নম্বর দিয়ে সার্চ করতে পারবেন । ডরম্যান্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ব্যাঙ্কের শাথায় একটি ই-মেল পাঠাতে হবে ।
ই-মেলে আপনাকে রিকোয়েসট করতে হবে আপনার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করার জন্য । এর জন্য আপনার পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ পাঠাতে হবে । আপনার আবেদন পাওয়ার কয়েক দিনের মধ্যেই অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে । এবং এরপর সহজেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ।