বিজেপির জেলায় সভাপতি-কনভেনরদের তালিকা দেখে নিন

বিজেপির জেলায় সভাপতি-কনভেনরদের তালিকা দেখে নিন

রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল করে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির (BJP) নতুন রাজ্য (State) কমিটিতে সায়ন্তন বসু (Sayantan Basu) এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের (Pratap Banerjee) মতো নেতার বাদ পড়ার ঘটনায় কিছু হৈ-চৈ হয়। এবার বিজেপির নতুন জেলা (District) কমিটি, জেলা সভাপতিদের নাম প্রকাশ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির রাজ্য সভাপতি পদে রদবদলের ২ মাসের বেশি সময় পর অবশেষে অবশেষে ঘোষিত হল নতুন জেলা কমিটি 

বিভাগ ইনচার্জ

  • শিলিগুড়ি-মালদহ- সঞ্জয় সিং এবং শ্যামচাঁদ ঘোষ
  • নবদ্বীপ ও উত্তর ২৪ পরগনা- অর্জুন সিং এবং জ্যোতির্ময় সিং মাহাত
  • কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা-অগ্নিমিত্রা পাল এবং জগন্নাথ চট্টোপাধ্যায়
  • হুগলি ও মেদিনীপুর-দীপক বর্মন এবং মনোজ পাণ্ডে
  • বর্ধমান ও পুরুলিয়া- লকেট চট্টোপাধ্যায় এবং নির্মল কর্মকার

বিভাগ কনভেনর

  • শিলিগুড়ি-গোপাল সাহা ও মনোজ দেওয়ান
  • মালদহ-শঙ্কর ঘোষ এবং শুভেন্দু সরকার
  • নবদ্বীপ- ফাল্গুনি পাত্র ও অমিতাভ রায়
  • উত্তর ২৪ পরগনা- অশোক দিন্দা ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
  • কলকাতা-অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও দীপাঞ্ন গুহ
  • দক্ষিণ ২৪ পরগনা- নবারুন নায়েক ও বঙ্কিম ঘোষ
  • হুগলি- প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও বিমান ঘোষ
  • মেদিনীপুর বিভাগ- উমেশ রাই ও সমিত দাস
  • বর্ধমান- শ্যামাপদ মণ্ডল ও লক্ষ্মণ ঘরুই
  • পুরুলিয়া-অনুপম মল্লিক ও বিদ্যাসাগর চক্রবর্তী

 জেলার সভাপতিদের নাম

  • আলিপুরদুয়ার-ভূষণ মোদক
  • কোচবিহার-সুকুমার রায়
  • জলপাইগুড়ি- বাপি গোস্বামী
  • দার্জিলিং-কল্যাণ দেওয়ান
  • শিলিগুড়ি-আনন্দময় বর্মন
  • উত্তর দিনাজপুর- বাসুদেব সরকার
  • দক্ষিণ দিনাজপুর-স্বরূপ চৌধুরী
  • দক্ষিণ মালদহ-পার্থ ঘোষ
  • উত্তর মালদহ- অর্জুন বিশ্বাস

  • দক্ষিণ নদিয়া-পার্থসারথি চট্টোপাধ্যায়
  • বনগাঁ-রামপদ দাস
  • বসিরহাট-তাপস ঘোষ
  • ব্যারাকপুর-সন্দীপ বন্দ্যোপাধ্যায়
  • বারাসত-তাপস মিত্র
  • কেএনএসডি- অভিজিত্‍ বকসি
  • দক্ষিণ কলকাতা-সংঘমিত্রা চৌধুরী
  • উত্তর কলকাতা- কল্যাণ চৌবে
  • ডায়মন্ডহারবার- অপরেশ হালদার

  • জয়নগর-উত্‍পল নস্কর
  • মথুরাপুর-প্রদ্যুত্‍ বৈদ্য
  • দক্ষিণ ২৪ পরগনা-পূর্ব-উত্তম কর
  • হুগলি তুষার মজুমদার
  • আরামবাগ-সুশান্ত বেরা
  • হাওড়া গ্রামীন- অরুণ পাল চৌধুরী
  • হাওড়া টাউন-মনিমোহন ভট্টাচার্য
  • শ্রীরামপুর-মোহন আদক
  • ঘাটাল-তন্ময় দাস
  • মেদিনীপুর-তাপস মিশ্র

  • কাঁথি-সুদাম পণ্ডিত
  • তমলুক-তপন বন্দ্যোপাধ্যায়
  • ঝাড়গ্রাম-তুফান মাহাত
  • বোলপুর-সন্যাসীচরণ মণ্ডল
  • বর্ধমান-অভিজিত্‍ তা
  • কাটোয়া-গোপাল চট্টোপাধ্যায়
  • বীরভূম-ধ্রুব সাহা
  • আসানসোল-দিলীপ দে
  • পুরুলিয়া- বিবেক রঙ্গা
  • বাঁকুড়া- সুনীলরুদ্র মণ্ডল
  • বিষ্ণুপুর- বিল্লেশ্বর সিনহা

  সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম 

  • আলিপুরদুয়ার- নিখিলরঞ্জন দে
  • কোচবিহার-আগুন রায়
  • জলপাইগুড়ি- মনোরঞ্জন মণ্ডল
  • দার্জিলিং- অরুণ মণ্ডল
  • শিলিগুড়ি- পার্থ মজুমদার
  • রায়গঞ্জ-শিবেন্দুশেখর রায় এবং গোবিন্দচন্দ্র মণ্ডল
  • বালুরঘাট-শঙ্কর চক্রবর্তী

  • দক্ষিণ মালদহ-সুজিত দাস
  • উত্তর মালদহ- বিশ্বজিত্‍ লাহিড়ী, বিনয় বর্মন
  • মুর্শিদাবাদ উত্তর- সুদীপ্ত চট্টোপাধ্যায়
  • মুর্শিদাবাদ দক্ষিণ-অনুতোষ পাল
  • নদিয়া উত্তর- মানবেন্দ্র রায়
  • নদিয়া দক্ষিণ -স্বপন মজুমদার
  • বনগাঁ-প্রদীপ বন্দ্যোপাধ্যায়

  • বসিরহাট-রণদেব মজুমদার, শঙ্কর চট্টোপাধ্যায়
  • ব্যারাকপুর-প্রবাল রাহা
  • বারাসত-অনল বিশ্বাস
  • কেএনএসডি- সুনীপ দাস
  • দক্ষিণ কলকাতা-সৌরভ শিকদার
  • উত্তর কলকাতা- শিলভদ্র দত্ত
  • ডায়মন্ডহারবার- সুবীর নাগ
  • জয়নগর-সত্যপ্রিয় চক্রবর্তী
  • মথুরাপুর-গৌতম চৌধুরী
  • দক্ষিণ ২৪ পরগনা-পূর্ব- মানস ভট্টাচার্য

  • হুগলি- শ্যামল বসু
  • আরামবাগ-ভাস্কর ভট্টাচার্য
  • উলুবেড়িয়া-বিপ্লব ভট্টাচার্য
  • হাওড়া-শঙ্কর শিকদার
  • শ্রীরামপুর-প্রসেনজিত্‍ শিকদার
  • ঘাটাল-সুখময় সত্‍পতি
  • মেদিনীপুর-নীলাঞ্জন রায়
  • কাঁথি- মলয় সিনহা
  • তমলুক-স্বপন দত্ত
  • ঝাড়গ্রাম- অমরনাশ সখা

  • বোলপুর-সন্দীপ নন্দী
  • বর্ধমান-নীলাদ্রিশেখর জানা
  • কাটোয়া-অসীম বিশ্বাস
  • বীরভূম- কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়
  • আসানসোল- বিবেকানন্দ বাউরি
  • পুরুলিয়া- অজয় পোদ্দার
  • বাঁকুড়া- হারাকালী প্রতিহার
  • বিষ্ণুপুর- বিবেকানন্দ পাত্র