নদিয়ায় তৃণমুল পরিচালিত পঞ্চায়েতে পোশাকের উপর জারি তালিবানি ফতোয়া

রানাঘাট রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গেটের বাইরে ঝোলানো রয়েছে নোটিশ। তাতে কম্পিউটারে লেখা আছে “হাফপ্যান্ট পড়ে প্রবেশ নিষেধ”। আর সাত সকালে এই নোটিশ দেখে কার্যত অবাক এলাকার বাসিন্দা সহ পঞ্চায়েতের কর্মীরা।
ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট মহকুমার রামনগর ২ গ্রাম পঞ্চায়েতের অফিসে। বুধবার সকালে এই নোটিশ দেখে হকচকিয়ে যান সকলেই। পোশাকে কি যায় আসে এই প্রশ্নও ওঠে। উল্লেখ্য দুয়ারে সরকার প্রকল্প কে ঘিরে গত একমাস যাবত বহু মানুষের আনাগোনা পঞ্চায়েত চত্বরে।
এই সময় পোশাকের প্রতি দৃষ্টি না দিয়ে অনেকেই অশালীন পোশাক পরে আসছেন বলে অভিযোগ। বিশেষত হাফ প্যান্ট বা বারমুডা পরার আধিক্য বেড়েছে। যেগুলি বেশ দৃষ্টিকটু এবং অভদ্র পোশাক বলেই মনে হয়েছে কতৃপক্ষের। তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
যদিও বাসিন্দা এবং উপভোক্তাদের মতে, এই নিয়ম মোটেও ভালো নয়। কে কি পোশাক পরবেন তা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া হাফ প্যান্ট মোটেও কোনো অশালীন পোশাক নয়। দৈনন্দিন কাজ করার সময় হাফ প্যান্ট পরে থাকেন তারা এমনকি ভিন রাজ্যে কাজে গেলেও সেই হাফ প্যান্ট সঙ্গী হয়। রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে ঘিরে।
বিজেপি কর্মীরা বলছেন, তৃণমুল পরিচালিত পঞ্চায়েতে ওদের দলের কর্মীরাই এই ধরনের বিশ্রী পোশাক পরেন তাই এই নিয়ম। বিজেপি কর্মীরা আরো বলেন তালিবানি ফতোয়া জারি করেছে রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত।