বোল্ড ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্যে তামান্না ভাটিয়া

বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও।
এক সাক্ষাত্কারে তামান্না জানিয়ে দেন তার মনের মানুষের নাম। এদিকে, প্রেমিকের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে মুক্তি পায় একটি অ্যাডাল্ট ওয়েব সিরিজের টিজার, যেখানে তামান্না ও বিজয় দুজনেই রয়েছেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় লাস্ট স্টোরিজ ( Lust Stories), দীর্ঘ চার বছর পর আবারও আসতে চলেছে লাস্ট স্টোরিজ 2 ( Lust Stories 2). ইতিমধ্যে এর টিজার প্রকাশিত হয়েছে।
নতুন এই সিরিজে অভিনয়ের কেন্দ্রবিন্দুতে থাকছেন অভিনেত্রী কাজল,নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, বিজয় ভার্মা, মৃণাল ঠাকুর,তিলোত্তমা সোম,অমৃতা সুভাষ,অঙ্গদ বেদি সহ আরো অন্যান্য তারকা। 'লাস্ট স্টোরিজ' ছিল যৌনতায় ভরপুর একটি সিরিজ। ওই সিরিজের বেশ কিছু ক্লিপস এখনও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে।
সেই সিরিজের দ্বিতীয় ভাগ আরো বোল্ড হতে চলেছে, যেখানে অভিনয় করছেন এই নতুন প্রেমিক জুটি তথা তামান্না ও বিজয়। ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। ঘনিষ্ঠ দৃশ্যে ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। বেশকিছু অভিনেত্রী এই অ্যাডাল্ট ওয়েব সিরিজের দৌলতে গোটা দুনিয়ার কাছে পরিচয় পেয়েছেন।