অটোর ধাক্কায় শিক্ষিকার মৃত্যু ত্রিপুরায়

অটোর ধাক্কায় শিক্ষিকার মৃত্যু ত্রিপুরায়

মাত্র ছয় দিনের ব্যবধানে একই থানার অন্তর্গত একই এলাকায় পথ দুর্ঘটনায় তিন তিনটি তাজা প্রাণ কেড়ে নিলো। পথ দুর্ঘটনা দিন দিন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ণ সাধারন মানুষ ও পথ চলতি মানুষ। আতঙ্ক ও উত্‍কন্ঠা নিয়ে মানুষ হাটে -বাজারে, সুকল-কলেজ, অফিস-আদালতে হাজির হচ্ছেন। গত বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল অব্দি তিন তিনটি তাজা প্রাণ কেড়ে নিলো উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত ফুলকুমারী ম্যাচ ফেক্টরি থেকে পেরাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ণ এলাকায়।

বৃহস্পতিবার রাতে এবং শনিবার দুপুর সাড়ে বারোটায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যথাক্রমে ১০৩২৩ শিক্ষক চন্দন ভৌমিক ও সাব্রুমের আরোহী নামক বেসরকারি লগ্ণি প্রতিষ্ঠাপেল কর্মী প্রসেনজিত্‍ বিস্বাস। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে নিজের বাড়ির পঞ্চাশ ফুট দুরে জাতীয় সড়কের উপর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা মঞ্জু দাস মজুমদার।

প্রতিদিনের মতো আজ সকালে জাতীয় সড়কের পাশ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিক্ষিকা মঞ্জু দাস মজুমদার। উনি জাতীয় সড়কের পথচারীদের হাঁটার পথ ধরে মাতাবাড়ির দিকে যাওয়ার সময় টি আর -০৩-জি-১৮২৫ নাম্বারের একটি মালবাহী অটো সব্জি বোঝাই করে উদয়পুর গকুলপুর দিক থেকে এসে সজোরে মঞ্জু দাস মজুমদারকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

সাথে সাথে মঞ্জু দাস মজুমদারের সমস্ত শরীরে আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় জনগণ প্রথমে একটি অটো দিয়ে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা মঞ্জু দাস মজুমদারকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিত্‍সার পর অবস্থা বেগতিক দেখে উনাকে আগরতলা জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিত্‍সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুপুরে ময়নাতদন্তের পর মৃত দেহ নিকট আত্মীয়ের হাতে তুলে দেওয়া হয় এবং উদয়পুর ফুলকুমারী স্থিত নিজ বাড়িতে নিয়ে আসেন। মৃত মঞ্জু দেবীর স্বামী তুষার মজুমদার উদয়পুর মহারানি গামারিয়া সুকলের শিক্ষক। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ, ছোট মেয়ে কোলকাতায় আয়ুর্বেদিক নিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে।

আগামী বছর উদয়পুর মুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার কথা মঞ্জু দেবী। ওনার মৃত্যুতে শিক্ষক -শিক্ষিকা মহলে ও ফুলকুমারী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ সুমন দেবনাথ নামে মাল গাড়ির চালককে গ্রেফতার করেছে। ঘাতক অটোটিকেও রাধাকিশোরপুর থানায় আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।