বাড়বে তাপমাত্রা , জেনে নিন আবহাওয়ার খবর

বাড়বে তাপমাত্রা , জেনে নিন আবহাওয়ার খবর

বিদায় নিচ্ছে শীত। গতকালের থেকে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়বে। শুধু কলকাতা নয়, শীতের দাপট কমবে জেলাগুলিতেও, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে খেল দেখাচ্ছিল শীত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব সরতেই ফের একবার তরতরিয়ে নামছিল তাপমাত্রার পারদ। কিন্তু, শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ। আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই, জানাচ্ছে আলিপুর।

চলতি মরশুমে আবহাওয়ার মতিগতি বদলেছে মুহূর্তে। হাঁড় কাঁপানো শীতের মধ্যে অকাল বর্ষণ প্রত্যক্ষ করেছেন সাধারণ মানুষ। এমনকী, কিছুদিন আগেও রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টিপাত হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আজ বা আগামী ৪৮ ঘণ্টা কি কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের আকাশ মোটের উপর মেঘমুক্ত থাকবে।  কলকাতায় ভোরের দিকে দাপট দেখাবে কুয়াশা। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ, বাড়বে দৃশ্যমানতা। এদিন দুপুরের দিকে শহরের তাপমাত্রা বাড়বে। ফলে সোয়েটার, মাফলার, চাদরের প্রয়োজনও কমবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম এবং আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ।  দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে। শীতের আমেজ ধীরে ধীরে কমবে। তবে সকাল এবং সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। জেলাগুলিতে শীতের আমেজ থাকবে আরও কয়েকটা দিন। তবে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে, জানাচ্ছে আলিপুর।  

আজ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলির আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে তুষারপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বিস্তার করবে সেখানে। শুক্র থেকে সোমবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। রয়েছে তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টিপাত হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।