কেন্দ্রের সুপার ধামাকা প্রকল্প! ২৮ টাকা দিন পান ৪ লক্ষর বিরাট সুবিধা

কেন্দ্রের সুপার ধামাকা প্রকল্প! ২৮ টাকা দিন পান ৪ লক্ষর বিরাট সুবিধা

যদি সরকারি যোজনায় (Projects of Narendra Modi Government) বিনিয়োগ করতে চান তাহলে, দেখতে পারেন কেন্দ্রীয় সরকারের (Central Government) এমন কিছু প্রকল্প যার ফল সরাসরি পেতে পারেন আপনিও । বহু মানুষ এমন আছেন যাঁদের সরকারি প্রকল্প (Central Government Schemes) নিয়ে কোনও ধারণা নেই ।

বার্ষিক ৩৪২ টাকা দিলেই ৪ লক্ষ টাকার সুবিধা পাওয়া যাবে অর্থাত্‍ ২৮ টাকা করে প্রতি মাসে খরচ করলেই ৪ লক্ষ টাকার বিরাট সুযোগ পাবেন । কেন্দ্রের দুটি সুপার প্রকল্প একটি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা (PMJJBY) অন্যটি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY) । এই প্রকল্পে বিনিয়োগ পরিমাণ অত্যন্ত কম ।

প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা বিমা যোজনায় (Central Government Scheme) বছরে ৩৩০ টাকা খরচ করতে হয় তবেই ২ লক্ষ টাকার সুবিধা সরাসরি পাবে বিমা ধারকেরা । যে কোও প্রকারের মৃত্যুতেই বিমা ধারকের নমিনি পাবেন এই বিরাট সুবিধা । প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana, PMSBY): PMSBY এই যোজনায় বছরে ১২ টাকা করে প্রিমিাম দিলে ২ লক্ষ টাকার সুবিধা পাওয়া যায় ।

কেন্দ্রীয় সরকারের আরও একটি প্রকল্প যার মাধ্যমে ভবিষ্যত গড়া যায় অত্যন্ত সহজেই সেটি হল । অটল পেনশন যোজনা (Atal Pension Yojana), মাসে ১ থেকে৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন ৬০ বছরের পর থেকে । ১৮ থেকে ৪০ বছরের মানুষরা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন । প্রিমিয়ামের রকম বিভিন্ন হবে । কেন্দ্রের দারুণ প্রকল্পগুলিতে বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যত নিশ্চিত করুন ।