নদিয়ার রবীন্দ্রভারতী প্রাঙ্গণে এক প্রশাসনিক মিটিংয়ে মুখ্যমন্ত্রীর

নদিয়ার রবীন্দ্রভারতী প্রাঙ্গণে এক প্রশাসনিক মিটিংয়ে মুখ্যমন্ত্রীর

  নদিয়া কৃষ্ণনগর রবীন্দ্রভারতী প্রাঙ্গণে এক প্রশাসনিক মিটিংয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে ভার্চুয়াল ভাবে প্রথমেই 12 টি প্রকল্প উদ্বোধন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। যার মধ্যে 313 কোটি টাকা ব্যয় সাপেক্ষ কল্যাণী এবং হরিণঘাটার জল প্রকল্প। তিনি বলেন 2024 সালের মধ্যে  শহর গ্রামে প্রত্যেকটি বাড়িতে জল পৌঁছাবে। স্টুডেন্ট ডে হিসেবে আগামী পয়লা জানুয়ারি পালিত হবে এ উপলক্ষে এবং 7 তারিখ পর্যন্ত সপ্তাভোর  নানা কর্মসূচি গ্রহণ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি কে।

গঙ্গাসাগর মেলা চলার কারণে 1 থেকে 10 ই জানুয়ারি এবং 20 থেকে মাসের শেষ পর্যন্ত চলবে দুয়ারে সরকার। মৎস্যজীবীদের কার্ড এবং আর্টিসন কার্ড এবারের বাড়তি পরিষেবা মিলবে জনসাধারণের। সমবায় ব্যাংকের পক্ষ থেকে আবেদন রাখা হয় শিক্ষক-শিক্ষিকাদের অবসরকালীন পেনশন সমবায় ব্যাংক গুলির উপর দায়িত্ব দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী তা মান্যতা দিয়ে পাটের দাম 6 হাজার 500 টাকা বেঁধে দেন কৃষকদের সুবিধার্থে।

কর্মসাথি পোর্টাল আটকে থাকা সমস্যার কথা জানান তারা, তবে দক্ষতার সঙ্গে 106 টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন তারা। জেলা সভাধিপতি কে মুখ্যমন্ত্রী বলেন তাঁত, মৃৎশিল্প ,কাঁসা পিতল সহ বিভিন্ন ছোট খাটো শিল্পের ওপর বিশেষ নজর দিতে। এই সাথেই তিনি জানান পাওয়ার লুমের মাধ্যমে ভিন্ন ধরনের উৎপাদনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্কুল ইউনিফর্ম এখন থেকে উৎপাদন হবে ফলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।

15 একর জমি নয় এখন থেকে পাঁচ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা যাবে ।যেমন কল্যাণীতে আছে। পঞ্চায়েত সমিতি এবং জেলা  পরিষদে 15% করে টাকা পাওয়া যায় যা আগে সম্ভব হতো না, তাই স্থানীয় বিভিন্ন ছোটখাটো উন্নয়নের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। জেলাশাসক জানান 212 কোটি টাকা ব্যয় সাপেক্ষ কল্যাণীতে পোল্ট্রি শিল্পে আগামী তিন বছরের মধ্যে কুড়ি লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। দুগ্ধ উৎপাদন শিল্পে 12 হাজার লিটার দুধ উৎপাদন কমে গিয়ে পাঁচ হাজারের নেমে গিয়েছিলো করোনা পরিস্থিতির মধ্যে, তা আবারও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে ।

মুখ্যমন্ত্রী বলেন শুধু মেয়েদের নয় ছেলেদেরও সেল্ফ হেল্প গ্রুপ তৈরি করা হোক অতিসত্বর, কর্মতীর্থ পথের সাথী এবং বিভিন্ন সেল্ফ হেল্প গ্রুপ এর মাধ্যমে নতুন কর্মের সৃষ্টি হোক এ ধরনের উৎপাদন বিক্রি করে। সরকারি বিভিন্ন প্রকল্পের কথা সাধারণের মানুষের কাছে পৌছে দিতে এবং পরিষেবা দিতে বাংলা সহায়তা কেন্দ্র কে বিডিও এবং এসডিও কে নিয়মিত লক্ষ্য রাখার কথা বলেন। জেলার সমস্ত পৌরসভা আগামী দু'মাসের মধ্যেই নির্বাচন হচ্ছে বলে তিনি জানান। বিভিন্ন থানার ওসি আইসি দের মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ করার কথা বলেন‌।

সাংবাদিকদের তোলা প্রশ্ন অনুযায়ী জেলা প্রশাসন এবং জেলা পুলিশের কাছ থেকে সরকারের উন্নয়নমুখী হোক বা অন্য কোনো তথ্য পেতে সাংবাদিকরা অসুবিধার মধ্যে পড়েন, সে প্রসঙ্গে তিনি ডিআইসিও কে জেলা প্রশাসকের সাথে সমন্বয় রক্ষা করে বাড়তি নজর দিতে বলেন, এবং স্পোক পারসন নির্ধারণ করতে বলেন।

ভুয়ো প্রেস  স্টিকার লাগানো সাংবাদিকদের একটি প্রসঙ্গে  তিনি অনেক নমনীয় হয়ে বলেন, অনেক ছোট ছোট সাংবাদিক খুব ভালো কাজ করে তাদের যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে নজর দিয়ে পুলিশকে তৎপর থাকতে হবে তাদের মাধ্যমে কোনো নাশকতা বা অপরাধ মূলক কিছু ছড়াচ্ছে কিনা! তবে কিছু ইউটিউব চ্যানেল এমন তাদের নিজেদের চ্যানেলের নাম লিখলে পুলিশের বুঝতে সুবিধা হবে।

কৃষ্ণনগর প্রসঙ্গে মহুয়া মৈত্রকে  বলেন, সকলকে দলের আনুকূল্যে কাজ করাতে হবে, এখানে মাঝে মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়। শান্তিপুরের নবনির্বাচিত বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কে জেতানোর জন্য শান্তিপুর বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা, পাট দিয়ে কষাসিল্ক বানানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে সহযোগিতা প্রার্থনা করেন,

সাথে শোলার কাজ মাটির পুতুলকে  বিদেশে বিক্রির সহযোগিতাও চেয়েছেন। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কেমন চলছে তা খোঁজ খবর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বনগাঁর সংলগ্ন হওয়ার কারণে পূর্বপরিকল্পনা অনুযায়ী হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি কৃষ্ণনগর থেকে রানাঘাট স্থানান্তর করনের কথা।