পূর্ব মেদিনীপুরে পুকুরে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

পূর্ব মেদিনীপুরে পুকুরে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে  চাঞ্চল্য  এলাকায়

কাঁথি  রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার পুরনো দীঘা বাস স্ট্যান্ডের সংলগ্ন সাধুজানা পুকুরে এক অজ্ঞাত পরিচয় হীন মহিলার মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে পুকুর পাড়ে কৌতূহলী মানুষের ভীড় উপচে পড়ে।

পরে স্থানীয় লোকজন কাঁথি থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এমন মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পরিচয় সহ রহস্য উদঘাটন করতে তদন্তে নেমেছে কাঁথি থানার পুলিশ। তবে নিছক আত্মহত্যা না কি পরিকল্পিত খুন তা খতিয়ে দেখছে পুলিশ।