মোবাইলের কভার হলুদ হয়ে যাচ্ছে , পরিষ্কারের করুন ঘরোয়া উপায়ে

মোবাইলের কভার হলুদ হয়ে যাচ্ছে ,  পরিষ্কারের করুন ঘরোয়া  উপায়ে

মোবাইল যাতে ঠিকঠাক থাকে , যাতে হাত থেকে পড়ে গিয়ে চট করে ভেঙ্গে না যায় সেজন্যই আমরা প্রত্যেকেই মোবাইল ফোনের কভার ব্যবহার করে থাকি। মার্কেটে নানা রঙের এবং নানা ডিজাইনের সাথে সাথে স্বচ্ছ সাদা ট্রান্সপারেন্ট কভারও পাওয়া যায়। কিন্তু এই কভারগুলি  কয়েক দিন যেতে না যেতেই ধুলো-ময়লা ও ঘামের কারণে এই  হলুদ রং ধারন করতে  শুরু করে। তাই জেনে নিন  কীভাবে পরিষ্কার করবেন এই কভারগুলি  ………

গরম জল ও ডিশ সোপের সাহায্যে পরিষ্কার করতে পারেন কভারগুলি। এর জন্য   এক কাপ হালকা গরম জলে কয়েক ফোঁটা বাসন পরিষ্কার করার তরল সাবান মেশান ভাল করে। এবার ফোনের কভারে এই মিশ্রণটা সামান্য ঢেলে একটা টুথব্রাশ দিয়ে ভেতর-বাহির ভালভাবে ঘষুন। পরিষ্কার হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নরম কাপড়ে মুছে নিন। 

বেকিং সোডা বিভিন্ন দাগ তুলতে বেকিং সোডা খুব কার্যকরী। ফোনের কভারে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে নিন, একটি ভেজা টুথব্রাশ ব্যবহার করে দাগের জায়গাগুলো ভালভাবে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন এবং নরম কাপড়ে মুছে নিন , দেখবেন অনেকটা পরিষ্কার হয়ে গেছে কভারগুলি । 


টুথপেস্ট ও ডিশ সোপের মিশ্রনের সাহায্যে পরিষ্কার করা যায় এই কভারগুলি। এর জন্য একটি পাত্রে কিছুটা টুথপেস্ট, বাসন পরিষ্কার করার তরল সাবান, অল্প নুন এবং কিছুটা ভিনেগার নিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের মধ্যে কভারটি ১০-১২ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর পরিষ্কার জলে ধুয়ে নিন।