শ্বশুরবাড়িতে রাজত্ব করেন এই রাশির মেয়েরা, স্বামীও থাকেন পাশে

শ্বশুরবাড়িতে রাজত্ব করেন এই রাশির মেয়েরা, স্বামীও থাকেন পাশে

জ্যোতিষে ১২টি রাশি ও ৯টি গ্রহের উল্লেখ করা হয়েছে। রাশি অনুযায়ী জাতকদের স্বভাবও পৃথক পৃথক। আবার এই রাশি অনুযায়ীই ব্যক্তির ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ গড়ে ওঠে। জ্যোতিষ মতে, কিছু রাশির মেয়েরা নিজের স্বভাবের কারণে সকলের মন জয় করে নেন। এই মেয়েরা শ্বশুরবাড়িতে সকলের মনে রাজত্ব করেন।  জ্যোতিষশাস্ত্রে এমন চারটি রাশি সম্পর্কে জানানো হয়েছে, যে রাশির মেয়েরা অত্যন্ত চালাক।

নিজের বোধবুদ্ধি প্রয়োগ করে জীবনে বড়সড় পদ লাভ করেন এঁরা। কেরিয়ারে অত্যন্ত উন্নতি করেন এই জাতিকারা। আবার জ্যোতিষ মতে, এই জাতিকারা যেখানেই যান না-কেন, সেখানকার পরিবেশ আনন্দে ভরিয়ে দেন। এমন জাতিকাদের স্বভাব তাঁদের স্বামী ও শাশুড়ি বিশেষ ভাবে পছন্দ করেন।  জ্যোতিষ মতে, ব্যক্তির স্বভাব, তাদের গুণ ও ভবিষ্যতের ওপর রাশি এবং অধিপতি গ্রহ অধিক প্রভাব বিস্তার করে থাকে। এই রাশিতে জন্মে থাকা মেয়েরা পছন্দ মতো জীবনসঙ্গী পায়। এমনকি শ্বশুরবাড়িতেও এঁদের প্রভাব থাকে। সকলের মন জয় করে নেন এঁরা। 

 মেষ রাশি এই রাশির জাতিকারা দেখতে খুবই সুন্দর হন। তবে জ্যোতিষ অনুযায়ী ডমিনেটিং স্বভাবের হয়ে থাকেন এঁরা। জ্যোতিষ মতে, কাউকে নিজের ইশারায় ওঠ-বস পর্যন্ত করিয়ে দিতে পারেন মেষ জাতিকারা। সৌন্দর্যের কারণে সকলেই সহজেই এঁদের প্রতি আকৃষ্ট হন। এই রাশিতে যে মেয়েরা জন্মগ্রহণ করে, তাঁরা নিজের স্বামীকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখে। 

 মেষ রাশির জাতক মহিলাদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা সহজাত। মেষ রাশির জাতক মহিলাদের উপর মঙ্গলের প্রভাব থাকে। এদের মধ্যে আত্মবিশ্বাসের কখনোও অভাব হয় না। এঁরা অন্যের অধীনে কাজ করা মোটেও পছন্দ করেন না। যে পেশায় এঁরা যুক্ত, সেই পেশায় শীর্ষে পৌঁছনোই এঁদের লক্ষ্য। বিশেষ করে মেডিক্যাল ফিল্ড, রাজনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে এঁরা বিশেষ উন্নতি করতে পারেন।

 কন্যা রাশি বিয়ের ব্যাপারে অত্যন্ত ভাগ্যবান হন এই রাশির জাতিকারা। উন্মুক্ত মনের মানুষ হন কন্যা জাতিকারা। বিয়ের পর নিজের স্বামীর ভালোবাসা পেয়ে থাকেন এঁরা। যে কোনও পরিস্থিতিতে নিজের স্বামীর পাশে থাকেন কন্যা রাশির মেয়েরা। এ কারণে শ্বশুরবাড়িতে এঁদের প্রভাব খাটে। এই রাশির জাতিকারা হয়ে থাকেন শান্তিপ্রিয়। সংসার ও জীবনে সবকিছু টিপটপ রাখতে তাঁরা খুব ভালোবাসেন। কর্কট রাশির জাতিকারা অত্যন্ত ঠাণ্ডা মাথার, বড় বিপদেও উতলা হয়ে পড়েন না বা সঙ্গীকে ছেড়ে যান না। সঙ্গীর দেখাশোনা করা, অনেক বড় অন্যায়কেও ক্ষমা করতে পারা কর্কট স্ত্রীদের অন্যতম বৈশিষ্ট্য। তাই একদম নিশ্চিত, মজবুত দাম্পত্য চাইলে কর্কট কন্যারা হচ্ছে সেরা। কর্কট নারী স্ত্রী হিসেবে সহজ ও সাবলীল। 

 বৃশ্চিক রাশি বেড়াজালের মধ্যে আটকে থাকতে মোটেও ভালোবাসেন না বৃশ্চিক রাশির মেয়েরা। জ্যোতিষ মতে নিজের স্বাধীনতার পথে কাউকে আসতে দেন না এঁরা। নিজের এই স্বভাব সত্ত্বেও যাঁর সঙ্গেই এই রাশির মেয়েরা বিয়ে করেন, তাঁর ঘর আনন্দে ভরিয়ে দেন। 

 মকর রাশি জ্যোতিষ মতে মকর রাশির জাতিকারা নিজের শ্বশুরবাড়িতে রাজত্ব করেন। মন দিয়ে নিজের কাজ করে যান এই রাশির জাতিকারা। সময় মেনে চলেন এঁরা। এ কারণে শ্বশুরবাড়িতে বিশেষ মান-সম্মান লাভ করেন। এই রাশিতে জন্মে থাকা মেয়েরা নিজের কাজে গাফিলতি পছন্দ করেন না। এ কারণে শ্বশুরবাড়ির সদস্যরা এঁদের আদর-যত্ন করে থাকেন।