নিরাপত্তা প্রত্যাহারের পরদিনই গুলিতে ঝাঁঝরা পঞ্জাবী গায়ক

পঞ্জাবে ভয়ানক ঘটনা। কংগ্রেস নেতা এবং জনপ্রিয় পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা (Sidhu Moose Wala) গুলি করে হত্যা করা হল। একদিন আগেই গায়ক-নেতার নিরাপত্তা সরিয়ে নিয়েছিল ভগবন্ত মান সরকার। তারপরই রবিবার মানসায় সিধুর উপর গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি। গুলিতে সাংঘাতিক আহত হন কংগ্রেস নেতা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
তাঁর সঙ্গে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমপক্ষে ২০টি বুলেটের ক্ষত মিলেছে। সিধুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। উল্লেখ্য, এদিন অন্যদিনের মতো বুলেটপ্রুফ গাড়িতে বেরোননি গায়ক। ঘটনাটি ঘটে যখন সিধু তাঁর প্রিয় মাহিন্দ্রা থর জিপটি চালিয়ে মানসা গ্রাম থেকে ফিরছিলেন।
রাস্তায় আচমকা হামলা চালায় আততায়ীরা। সিধুর সঙ্গে ছিলেন চারজন গানম্যান। যদিও গুলি যুদ্ধে তাদের মধ্যে তিনজনই গুরুতর আহত। কতজন মিলে হামলা চালায় তাও এখনও স্পষ্ট ভাবে জানা যায় না। তদন্তে নেমেছে মানসার পুলিশ। আগামী শনিবার ৪ জুন একটি বিশাল বড় কনর্সাটে গান গাওয়ার কথা ছিল মিঃ মুসেওয়ালার। নির্বাচনের সময় আপ-কে বিশ্বাসঘাতক অ্যাখ্যা দিয়ে তাঁর তৈরি গানে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।
একাধিক সময়ে বিতর্কে জড়িয়েছেন ২৮ বছরের এই গায়ক। গায়ক, গীতিকার, র্যাপার অভিনেতা ছিলেন সিধু মুসে ওয়ালা (Sidhu Moose Wala)। আসল নাম শুভদীপ সিং সিধু হলেও সিধু মুসেওয়ালা নামেই খ্যাত ছিলেন। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ২৮ বছরের এই সেলেব।
বিরোধী আপ প্রার্থীর কাছে প্রায় ৬৩ হাজারের কাছাকাছি ভোটে পরাজিত হন সিধু। শনিবার আরও ৪২৪ ভিআইপি সহ এই গায়ক নেতার নিরাপত্তাও প্রত্যাহার করে ভগবন্ত মানের আপ সরকার। তাঁর উপর এমন হামলায় বিরোধীদের নিশানায় পঞ্জাব সরকার। এই সঙ্গে কংগ্রেস শিবিরের তরফে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনা হয়েছে।