বিধায়কের বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

বিহারের (Bihar) কংগ্রেস বিধায়কের (Congress MLA) বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শনিবার বিধায়ক নীতু সিংয়ের নওদা জেলার বাড়ি থেকে বছর ২৪-এর এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি বিধায়কের দূর সম্পর্কের আত্মীয় বলেও জানা গিয়েছে। এদিকে খুনের পরেই পলাতক হন নীতুর দেওরের ছেলে, যিনি নওদা জেলার প্রাক্তন কংগ্রেস সভাপতি।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত যুবকের নাম পীযূষ সিং। তাঁর দেহ উদ্ধারের সময় বাড়িতে ছিলেন না কংগ্রেস বিধায়ক। তিনি এবং তাঁর পরিবারের লোকেরা বেশ কয়েকদিনের জন্য পাটনায় ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোলু সিংয়ের বাড়িতে পীযূষের দেহ মিলেছে। গোলু সম্পর্কে বিধায়ক নীতুর দেওরের ছেলে। অন্যদিকে গোলুর তুতো ভাই মৃত যুবক।
শনিবার সন্ধে সাতটা নাগাদ গোলুর কাছে এসেছিলেন পীযূষ। পুলিশের অনুমান, শনিবার রাতে পীযূষকে হত্যা করে গোলু। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পলাতক গোলু সিংকে অভিযুক্ত হিসেবে তদন্ত শুরু করেছে। নওদার এসপি অম্বরিশ রাহুল বলেন, “আমরা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করিনি। ময়নাতদন্তের পর জানা যাবে ঠিক কোন সময় খুন হয়েছেন পীযূষ। তার পরেই পুরো বিষয়টি পরিষ্কার হবে।”
আরো পড়ুন জীবনী মন্দির দর্শন ইতিহাস ধর্ম জেলা শহর শেয়ার বাজার কালীপূজা যোগ ব্যায়াম আজকের রাশিফল পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জ্যোতিষশাস্ত্র টোটকা লক্ষ্মী পূজা ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজ বিশেষ রান্নাঘর প্রাপ্তবয়স্ক বাংলা পঞ্জিকা