গ্রামীণ চিকিৎসকের বাড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদীয়ায়

গ্রামীণ চিকিৎসকের বাড়িতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদীয়ায়

 ধুবুলিয়া   নদীয়ার ধুবুলিয়া থানার অন্তর্গত বনোগ্রাম এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের পরিবারের দাবি পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে। মৃত ব্যক্তির নাম ইমতিয়াজ আলোম শেখ বয়স আনুমানিক 17। পরিবারের তরফ থেকে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেন।

পরিবারের অভিযোগ বছরখানেক ধরে বনগ্রামের গ্রামীণ ডাক্তার গৌতম গাঙ্গুলীর বাড়িতে ইমতিয়াজ আলী শেখ ডাক্তারের এসিস্টেন হিসেবে কাজ করতেন। আর ওই বাড়ি থেকেই ঝুলন্ত দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ধুবুলিয়া থানার পুলিশ গিয়ে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনা মৃত ইমতিয়াজ আলোম শেখ এর পিতা জব্বার শেখ তিনি জানান পরিকল্পনা করে  খুন করা হয়েছে বলে অভিযোগ তোলেন ঐ ডাক্তারের বিরুদ্ধে। তবে যেই গ্রামীণ ডাক্তারের নিকট মৃত যুবক কাজ করতেন। তার দাবি কৃষ্ণনগরে প্রতিদিন কাজ করে বাড়ী ফিরতো ঐ যুবক। কাজে এসে দীর্ঘ সময় পর ইমতিয়াজ আলী শেখকে বারংবার ডাকলে যখন সারা না পায় তখন ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তড়িঘড়ি  তার বাড়িতে খবর দেওয়া হয় ।তবে এ ধরনের ঘটনার বিষয়ে যে অভিযোগ উঠছে সেই বিষয় নিয়ে তার কাছে কোনো রকম অভিযোগ করেনি বলেই জানিয়েছেন গ্রামীণ চিকিৎসক গৌতম গাঙ্গুলী। তার চেম্বারে থাকাকালীন দীর্ঘ সময় ফোনে আসক্ত হয়ে থাকতেন বলে অভিযোগ। তবে সমস্ত বিষয় খতিয়ে দেখছে ধুবুলিয়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর ওই বাড়িতে সিসিটিভির আওতায় তাই তদন্তের স্বার্থে সেই সমস্ত ফুটেছ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায় । তবে আত্মহত্যা না খুন গোটা ঘটনার তদন্তে নেমেছে ধুবুলিয়া থানার পুলিশ।