ভারত বনধের তেমন প্রভাব দেখা গেলনা একদা বাম দুর্গ কেশপুর

সোমবার দেশজুড়ে ভারত বনধের তেমন প্রভাব দেখা গেলনা একদা বাম দুর্গ কেশপুর এ, কিন্তু বাস চলল হাতেগোনা কয়েকটি! দেখা মিলল না বন্ধ সমর্থকদের! কেন্দ্রের আনা তিন কৃষি আইনের বিরোধিতায় ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। সমস্ত রাজনৈতিক দল ও কৃষক সংগঠনগুলির কাছে বনধকে সমর্থন করার আর্জি জানিয়েছিল কিষাণ মোর্চা।
পশ্চিম মেদিনীপুর West Medinipur জেলায় বেশ কয়েকটি জায়গায় বনধকে সমর্থন করে রাস্তায় নামে বামপন্থী দলগুলি। কিন্তু একদা বামেদের দুর্গ হিসেবে পরিচিত কেশপুরে দেখা গেল না কোন বন্ধ সমর্থক কে। আর পাঁচটা দিনের মতো, সোমবার বন্ধের সোমবার দোকান পাট সহ বাজার রইল সচল। পথচলতি মানুষকেও দেখা গেল এদিন কেশপুর বাস স্ট্যান্ডে।
তবে অন্যদিনের তুলনায় বাস এর দেখা মিলল অনেকটাই কম। কেশপুরের বাসস্ট্যান্ডে এক দোকানদার জানান আর পাঁচটা দিনের মতোই দোকানে খদ্দের আসছে এবং বিক্রি চলছে বন্ধের কোনো রকম প্রভাব পড়েনি।