পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দপ্তরের (Regional Meteorological Centre Kolkata) পূর্বাভাস সত্যি করে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়েই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বড়দিনেও জারি থাকবে একইরকম আবহাওয়া, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। কবে ফের রাজ্যের ব্যাটিং শুরু করবে শীত? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। তবে বছর শেষেো শীতবিলাসীদের সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস।
কারণ, পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্চা। যার জেরে শেষ দু’দিনে খানিকটা হলেও বেড়েছে রাজ্যের তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতে তিলোত্তমার তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রিতে। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৩.৬ ডিগ্রিতে। রাত পোহালেই বড়দিন। জানা যাচ্ছে, বড়দিনে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ।
২০২১-এর শেষের দিনগুলিতে জাঁকিয়ে শীতের দেখা মিলবে না বলেই খবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং (Darjeeling), কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। সিকিমের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। কবে ফের দেখা মিলবে শীতের? হাওয়া অফিসের আধিকারিকদের কথায়, উত্তুরে হাওয়ার বাধা কেটে গেলেই ফের নামবে তাপমাত্রার পারদ।
জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। চুটিয়ে শীত উপভোগ করতে পারবেন শীতবিলাসীরা। উল্লেখ্য, কলকাতায় (Kolkata) শুক্রবার সকালে সামান্য কুয়াশার দেখা মিলেছে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত মঙ্গলবার শহরে তাপমাত্রার পারদ ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ শতাংশ। তারপর এভাবে পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় মুখভার রাজ্যবাসীর। জাঁকিয়ে শীতের অপেক্ষায় শীতবিলাসীরা।