মাছ ধরতে গিয়ে ফের বাঘের হামলায় মৃত্যু হল মত্সজীবীর

মাছ ধরতে গিয়ে ফের বাঘের হামলায় মৃত্যু হল মত্সজীবীর

মাছ ধরতে গিয়ে ফের বাঘের হামলায় মৃত্যু হল মত্সজীবীর। তবে সঙ্গীরা তার দেহ উদ্ধার করে আনতে সমর্থ হয়েছেন। বুধবার ভোরে কাঁকড়া ধরতে সুন্দরবনে যান গোসোবা ব্লকের সাতজেলিয়া এলাকায় মত্সজীবী বিষ্ণু মিস্ত্রি(৪৮)।

জনা তিনেক সঙ্গীকে নিয়ে তিনি গিয়েছিলেন সুন্দরবনের ঝিলার ৩ নম্বর জঙ্গলে। সকালে তারা যখন কাঁকড়া সংগ্রহ করছিলেন সেই সময়েই বিষ্ণুর উপরে ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। এদিকে কিছু বুঝে ওঠার আগেই বিষ্ণুকে টানতে টানতে জঙ্গলে টেনে নিয়ে চলে যায় রয়্যাল বেঙ্গল।

চোখে পড়ে যায় সঙ্গীদের। সঙ্গে সঙ্গেই বাঘের সঙ্গে লড়াইয়ে নেমে পড়েন তারা। বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর বিষ্ণুকে বাঘের হাত থেকে ছাড়াতে সমর্থ হন গোপাল মণ্ডল, দীনবন্ধু মণ্ডলরা। বিষ্ণুকে বাঘের মুখ থেকে ছাড়ানো সম্ভব হলেও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর কানের কাছে ও গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়। সেইসব ক্ষত থেকে প্রবল রক্তক্ষরণেই মৃত্যু হয় বিষ্ণুর।