মেদিনীপুরে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে মালগাড়ি

মেদিনীপুরে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে মালগাড়ি

 মালবাহী রেলগাড়ি উল্টে পড়ল লাইনের ওপর। Panskura পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনের কাছে এমন ঘটনা ঘটে। হলদিয়া থেকে পাঁশকুড়াগামী হোয়াইট স্টোন মালবাহী গাড়ি রঘুনাথবাড়ি স্টেশন থেকে দেড় কিমি দুরে লাইনচ্যুত হয়, মালবোঝাই সাতটি বগি লাইনচ্যুত হয়ে একে অপরের ওপর উঠে পড়লে আর তাতেই হয় বিপত্তি।

রঘুনাথবাড়ি স্টেশনে ঢোকার ৮ কিমি আগে থেকে লাইনের ইয়ারসি খুলে ছুটতে থাকে তীব্র গতিতে, স্লীপার ভেঙে বীভতস ভাবে ৭ টি বগি দুরমুশ হয়ে একে অপরের ওপরে উঠে যেন চিড়েচ্যাপ্টা হয়ে পড়ে ।

বগি থেকে চাকা খুলে ছিটকে বেরিয়ে যায়। তারপরই লাইনচ্যুত হয়ে উল্টে যায় ৭ টি মালবাহী বগি। বাকি কয়েকটি বগি লাইন থেকে সরে যায়। তবে এমন ঘটনায় কারো কোনো তেমন ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে, তবে রেলের যান্ত্রিক ত্রুটির ফলেই এমন ঘটনা বলে মনে করছেন রেল ইঞ্জিনিয়াররা। তবে কিছু সময় পরেই কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।