নিয়ন্ত্রণ হারিয়ে মালদায় উল্টে গেল যাত্রীবাহী বাস

মালদা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কলকাতা থেকে মালদা গামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস। ঘটনায় আহত কমপক্ষে ১০ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সুস্থানি মোড় এলাকায় মালদা ৩৪ নম্বর জাতীয় সড়কে।
আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।জানা যায় কলকাতা থেকে মালদার উদ্দেশ্য আসছিল বাসটি। ঠিক সেই সময় মালদা ঢোকার মুখে সুস্থানি মোড়ে রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ পরে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশবাজার থানার পুলিশ।