অডিও টেপ বিতর্কে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি

অডিও টেপ বিতর্কে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি

অডিও টেপ বিতর্কে ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি (BJP West Bengal)। এবার বিতর্কে নাম জড়ালো বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। দলেরই এক নেতার সঙ্গে সৌমিত্রর কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ্যে এলো (Saumitra Khan Audio Clip)। সেই অডিও ক্লিপে সৌমিত্র খাঁকে বলতে শোনা যাচ্ছে, ২০২৪ সালে রাজ্যে মাত্র তিন থেকে চারটি আসনে জয়ী হবে বিজেপি। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি  আজবাংলা aajbangla। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, ওই অডিও ক্লিপটিই জাল। 

যে অডিও ক্লিপ সামনে এসেছে, তাতে সৌমিত্র খাঁয়ের সঙ্গে বিজেপি-র বিস্তারক পদে থাকা এক নেতার কথোপকথন শোনা যাচ্ছে। ওই অডিও ক্লিপেই দলের রাজ্য নেতাদের একাংশকে নিশানা করেছেন সৌমিত্র খাঁ। বিশেষত প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও লোকসভা নির্বাচনে বিজেপি একটিও আসনে জয়ী হবে না। অডিও ক্লিপের শুরুতেই সৌমিত্র খাঁকে বলতে শোনা যাচ্ছে, 'সামনের বার ৩৯-৩ হয়ে যাবে। আমরা পাবো তিনটে, ওরা পাবে ৩৯টা।'

উল্টো প্রান্তে থাকা ব্যক্তিকে তখন বলতে শোনা যাচ্ছে, 'বিজেপি তো তাহলে থাকবে না!' নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে তখন সৌমিত্র খাঁকে বলতে শোনা যাচ্ছে, 'আমি লড়াই করছি ফিফটি ফিফটি পজিশনে আছি। তা বাদে দার্জিলিং, আর উত্তরবঙ্গে হয়তো একটা- দুটো। সবমিলিয়ে হয়তো চারটে হবে খুব বেশি হলে।' এর পরই তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী একটা সিটও জিতবে না লিখে নাও।' অডিও ক্লিপের বাকি অংশে দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ করতে শোনা যাচ্ছে সৌমিত্রকে। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে দিলীপ বাবু জেলায় গিয়ে কোনও আক্রান্ত কর্মীর পাশে দাঁড়ায়নি।

কটাক্ষের করে সৌমিত্র আরও বলেন, 'নিজের বুথে ৬৮০ ভোটে হেরেছে। নিজের পঞ্চায়েতে দু' হাজার ভোটে হেরেছে। নিজের গোটা লোকসভা এলাকায় একটা মাত্র বিধানসভায় জিতেছে।' রাজ্যেরই এক শীর্ষ নেতাকে উদ্দেশ সৌমিত্রকে বলতে শোনা গিয়েছে, 'দল তো ওঁকে রাজা ভেবে নিয়েছিল, চিফ মিনিস্টার হবে।' পাশাপাশি কেন্দ্রীয় সরকারে রাজ্য থেকে যে চারজনকে মন্ত্রী করা হয়েছে, তার মধ্যে শান্তনু ঠাকুর ছাড়া বাকি তিনজনেরই যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে শোনা গিয়েছে বিষ্ণুপুরের সাংসদকে।

তবে কথোপকথন থেকে মনে হচ্ছে, এই অডিও ক্লিপটি সম্ভবত বেশ কিছুদিনের পুরনো এবং দিনহাটায় উপনির্বাচনের আগেকার। কারণ নিশীথ প্রামাণিককে কটাক্ষ করেও সৌমিত্রকে বলতে শোনা গিয়েছে, 'নিশীথ প্রামাণিকের কিচ্ছু নেই! দিনহাটাতে ভোট হবে পঞ্চাশ হাজার ভোটে হারবে।' উপনির্বাচনে দিনহাটা থেকে ১ লক্ষ ৬৪ হাজারের বেশি ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

সংগঠন নিয়ে এমনিতেই যথেষ্ট বেকায়দায় রয়েছে রাজ্য বিজেপি। তথাগত রায়ের মতো প্রবীণ নেতাও বার বার রাজ্য নেতৃত্বকে আক্রমণ করেছেন। এবার অডিও ক্লিপেও সেই একই অভিযোগ শোনা গেল সৌমিত্র খাঁয়ের গলায়। যদিও এই অডিও ক্লিপকে সত্যি বলে মানতেই নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের দাবি, 'এই অডিও ক্লিপের কোনও সত্যতা নেই। জাল একটি অডিও ক্লিপের উপর নির্ভর করে কোনও প্রতিক্রিয়া দেওয়ার মানে হয় না।'