চুরিতে বাধা, ধরা পড়ে যাওয়ার ভয়ে গৃহস্থর পেটে ছুরি চালালো চোর

চুরি করতে বাধা দেওয়ায়, ধরা পড়ে যাওয়ার ভয়ে, পরিবারের সদস্যকেই ছুরি মারলো চোর। গতকাল গভীর রাতের ঘটনা, শান্তি পুরের ১৭ নং ওয়ার্ডের জলেশ্বর তিলি পাড়ায়। এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও এলাকার কাউন্সিলর বলছেন, অবিলম্বে প্রশাসন তদন্ত করে দোষীকে চিহ্নিত করে কঠিন ব্যবস্থা নিক। এই ধরনের ঘটনা ওয়ার্ডে এই প্রথম।
তবে ঠিক কি কারণে চুরি, এবং কে বা কারা এই কাজে যুক্ত নাকি সম্পূর্ণ ভিন্ন ঘটনা তা নিয়ে ধোয়াসায় প্রতিবেশি থেকে পরিবারের লোকজন। পরিবারের বক্তব্য দীর্ঘদিন লকডাউনে কর্মহীন হওয়ার পর আমাদের কোনো গচ্ছিত অর্থ নেই। তাঁত শিল্পের পরিস্থিতিও ভয়াবহ। তবুও ঠিক কি কারণে আসা তাই নিয়ে তবে চিন্তার বিষয়।
তবে প্রতিবেশীদের একাংশ মনে করছেন, কোনো পারিবারিক বিবাদ অথবা প্রেমের সম্পর্কের টানাপোড়েনে জড়িয়ে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতকাল রাতেই শান্তিপুর ষ্টেট জেনারেল হাসপাতালে আহত ওই পরিবার সদস্য কে চিকিৎসা করিয়ে আজ সকালে বাড়ি নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করবে বলেই পরিবার সূত্রে জানা গেছে।