যুবকের অস্বাভাবিক মৃত‍্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ায়

যুবকের অস্বাভাবিক মৃত‍্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ায়

বেথুয়াডহরী   এক যুবকের অস্বাভাবিক মৃত‍্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার বেথুয়াডহরীতে। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা যায় বছর ২৫(আনুমানিক) এক যুবক সাইকেল চালিয়ে বেথুয়াডহরী কাঠালবেড়িয়া চিড়াকল মোড় থেকে  হরকুমার স্কুলের রাস্তায় মাঝপথে যেতেই আচমকাই অসুস্থ হয়ে সাইকেল থেকে পড়ে যান।

এর পর এলাকার বাসিন্দারা নাকাশিপাড়া থানায় খবর দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার পকেট থেকে মোবাইল ফোন পাওয়া গেলেও লক থাকার কারনে তার নাম আর পরিচয় উদ্ধার করা যায়নি।

পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর মৃতদেহ থানায় নিয়ে আসা হবে । সেখান থেকে শক্তি নগর মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন‍্য।