বিয়ের পর নব দম্পতির রীতি পালনের ভিডিও এখন সুপার ভাইরাল

বিয়ের পর নব দম্পতির রীতি পালনের ভিডিও এখন সুপার ভাইরাল

বিয়ে (Wedding) মানেই যেন বাড়তি উচ্ছ্বাস৷ বিয়ে ঘিরে নারী-পুরুষ সকলেই অনেক স্বপ্ন দেখেন৷ তাই তো সাধারণত বিয়েতে জাঁকজমকের শেষ থাকে না৷ কিছুটা সাধ্যের বাইরে গিয়েও বিয়ের অনুষ্ঠানে খরচ করে দুই পরিবার৷ তবে এসেবর মধ্যে সুখী দাম্পত্যের (marriage video) কামনা থাকে সকলের মনে৷ অর্থাৎ বিয়ের পর যেন স্বামী-স্ত্রী থাকেন সুখে৷ তাদের সংসার ভরে ওঠে ভালবাসার অটুট বন্ধনে৷ এর জন্যই এক বিশেষ রীতি পালন হয় কাশ্মীরে৷

আর বিয়ের পর নব দম্পতির সেই রীতি পালনের ভিডিও এখন সুপার ভাইরাল (Viral Video)৷ কাশ্মীর উপত্যকায় বিয়ের অনুষ্ঠান৷ উপস্থিত পাত্র-পাত্রীর আত্মীয় বন্ধুরা৷ তার মধ্যেই দেখা গেল নববধূকে আটা মেখে রুটি বেলতে! আর সেই রুটি তাওয়ায় পড়তে তাতে হাত লাগালেন বর৷ তিনি এদিক ওদিক করে রুটি শেকলেন৷ অর্থাৎ ভিডিওতে (Wedding viral video) দেখা গেল নতুন সংসার পাততে চলা স্বামী-স্ত্রী একসঙ্গে রুটি বানাচ্ছেন৷

বিয়ের পর এই রীতি পালন হয় কাশ্মীরে৷ এর অর্থ হল, স্বামী ও স্ত্রী সংসারের কাজ ভাগ করা চলা৷ তাই তো স্ত্রী মাখলেন আটা, বেললেন রুটি যা স্বামী শেকে তৈরি করলেন৷ নবদম্পতির আশপাশ ঘিরে বসেছিলেন তাদের আত্মীয়রা৷ এই কাজে তারও দিলেন উৎসাহ৷ এই ভিডিওটি ট্যুইটারে পোস্ট করলেন সোফিয়া জারিন৷ সঙ্গে লিখলেন গ্রামের অতি পুরনো তবে খুবই ভাল নিয়ম পালন (wedding ritual) করা হল৷

এইভাবেই একে অপরের সহযোগিতা ও ভালবাসায় পূর্ণ হবে বিবাহিত জীবন৷ তবে শুধুমাত্র এই ভিডিওটিই ভাইরাল (Viral) হয়নি৷ এরসঙ্গে দেখা গিয়েছে আরও একটি ভাইরাল ভিডিও৷ সেখানে বিয়ের পিড়িতে বসতে চলা বৌমা বলছেন যে তিনি নাকি বিয়ে উপলক্ষ্যে রোগা হচ্ছেন৷ তাই বন্ধ করে দিয়েছেন খাওয়া-দাওয়া৷ তবে বিয়ের পর তিনি আর এমন থাকবেন না৷ প্রাণ-মন ভরে খাবেন৷ আর তার স্বামীর সেই অনুমতি দিতে হবে৷ দেখুন মজার এই ভিডিওটি৷