স্বনির্ভর গোষ্ঠীর লক্ষ্মীলাভের উপায় জন্মাষ্টমীর ফেলে দেওয়া তালের আঁটি

স্বনির্ভর গোষ্ঠীতে ওরা যোগ হয়েছিল আগেই। জন্মাষ্টমী সময় তালের বড়া তৈরি করে তা বিক্রি করে প্রথম উপার্জনের স্বাদ পেয়েছিলো 13 জন মহিলা সদস্য সম্বলিত শান্তিপুরের চিন্তন মহিলা স্বনির্ভর গোষ্ঠী। আর সেই তালে ফেলে দেওয়া আঁটির ফোঁপরা দেবী লক্ষীর পূজোর অন্যতম উপাদান, শুধুই কি ফোঁপরা! সাথে নারকোল, তিল ,সুজি দিয়ে তৈরি নাড়ু, মুড়ি, চিড়ে দিয়ে মোওয়া বানিয়ে শান্তিপুর কাশ্যপপাড়া মোড়ে পসরা সাজিয়ে বসে ছিলেন বিগত তিনদিন ধরে।
আর তা হটকেকের মতো বিক্রি হয়ে সাড়ে তিন হাজার টাকা মূলধন দ্বিগুণেরও বেশি হয়ে দাঁড়ায় মা লক্ষ্মীর কৃপায়। চিন্তন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভীষণ আনন্দিত। কারণ তাদের ভালোই বিকিকিনি হয়েছে। দীর্ঘদিন পরিবার প্রধান সদস্যদের উপার্জনের ঘাটতি কিছুটা মেটাতে পেরে খুশি তারা, আগামী দিনেও তারা নতুন রকম ভাবনা চিন্তা করছেন বলেই জানা গেছে।
অন্যদিকে ক্রেতারাও ভরসা পেয়েছিলেন করেছেন জন্মাষ্টমীর সময়ে কেনা তালের বড়ার গুণগতমান দেখে, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ বাসন-কোসন এ ঠাকুরের ঘরে তৈরি হওয়ার কারণে পুজোর উপাদান হিসেবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তারা। ক্রেতারা জানান কিছু কেনাকাটা করলে যদি মহিলারা স্বনির্ভর হয়! তাহলে ক্ষতি কি?