ঝড়-বৃষ্টির ভয়ানক প্রভাবে পাল্টে যাবে আবহাওয়া, দেখুন আপডেট

এ বছরে সাধারণ পরিমাণেই বৃষ্টি হবে, এ কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় মৌসম ভবন বা আইএমডি। তবে পরে জানানো হচ্ছে, এল নিনো-এর প্রভাবে এ বারের, অর্থাত্ এই বছরের আবহাওয়ায় অনেক পরিবর্তন আসতে পারে। এল নিনো পরিস্থিতি সাধারণত সেই পরিস্থিতিকে বোঝানো হয়, যেখানে হঠাত্ করে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পায়। আর সেই বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে আবহাওয়ায়।
ভারতের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। বলা হয়েছে জুন, জুলাই মাসে এল নিনোর প্রভাব পড়তে পারে ৭০ শতাংশের কাছাকাছি। আর জুলাই অগস্টে তা পৌঁছে যেতে পারে ৮০ শতাংশের কাছে। এল নিনো-এর ফলে প্রাথমিক ভাবে সমুদ্রপৃষ্ঠের উত্তাপ বেশ কিছুটা বৃদ্ধি পায়।
তার ফলেই বৃষ্টিপাতে ঘাটতি দেখা দিতে পারে বলে আবহাওয়া দফতরের মত। এর ফলে খরার মতো পরিস্থিতি তৈরি হতে পারে দেশে। ইতিমধ্যে দেশের ৭০০-এর বেশি জেলাকে চিহ্নিত করেছে আবহাওয়া দফতর। কেন্দ্রীয় কৃষি দফতরের পক্ষ থেকে এলাকা ভিত্তিক বিশেষ পরিকল্পনা নেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
যদিও এল নিনো-এর প্রভাবের পরেও আবহাওয়া দফতরের আশা, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হবে যথেষ্ট পরিমাণে। ২০০১ সাল থেকে ২০২০ সালের মধ্যে মোট সাতটি এল নিনো বছর দেখেছে ভারত। তার মধ্যে ২০০৩, ২০০৫, ২০০৯-'১০, ২০১৫-'১৬-কে খরা প্রভাবিত বছর হিসাবে চিহ্নিত করা হয়েছিল।