সারেগামাপা-র মঞ্চে বিজয়ী আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়

টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়্যালিটি শো সারেগামাপা ২০২২-এর বিজয়ী উনিশ বছরের নীলাঞ্জনা রায় (Neelanjana Ray, Sa Re Ga Ma Pa winner of 2022) , পুরস্কার মূল্য হিসাবে তিনি পেলেন ১০ লক্ষ টাকা ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রাজশ্রী বাগ, শরদ শর্মা ৷ সারেগামাপা-র বিজয়ী হওয়ার পরে সংবাদ মাধ্যমে নীলাঞ্জনা জানিয়েছেন যে অত্যন্ত খুশি হয়েছেন সারেগামাপা-র বিজয়ী হয়ে ৷
তবে নীলঞ্জনার প্রধান ভালাগার জায়গা এটাই যে তিনি দর্শকদের মনে জায়গা করতে পেরেছেন এটাই সব থেকে বড় পাওনা তাঁর ৷ মানুষের এত ভালবাসা পাওয়ার পরে এই ট্রফি জয় তাঁর কাছে বাড়তি প্রাপ্তি, অনেকটাই বোনাস পাওয়ার মতই ৷ শুধু নীলাঞ্জনাই নন তাঁরা বাবা-মাও মেয়ের এই কীর্তিতে গর্বিত ৷ তাঁরা জানিয়েছেন প্রত্যেক বাবা মায়ের আশীর্বাদ বা শুভ কামনা তাঁদের সন্তানের সঙ্গে সব সময়েই থাকে, তাঁদের মেয়ের লক্ষ ছিল সারেগামাপা-এর মঞ্চে বিজয়ী হওয়া,
সেই দিক থেকে বাবা-মা হিসাবে তাঁরা অত্যন্ত খুশি, এই খুশি ব্যক্ত করার কোনও ভাষা নেই নীলাঞ্জনার বাবা-মায়ের কাছে ৷ নীলাঞ্জনা জানিয়েছেন সারেগামাপা-র এই যাত্রা খুব একটা সহজ ছিলনা ৷ প্রত্যেকেই জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই অতিবাহিত হন ৷ কিন্তু তিনি অত্যন্ত ভাগ্যবতী যে তাঁকে জীবনে তেমন কোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি এখনও পর্যন্ত ৷
এত বড় একটি প্রতিযোগিতায় ভাল ভাল প্রতিযোগীর সঙ্গে লড়ে এই সম্মান প্রাপ্তি অত্যন্ত তৃপ্তি দিয়েছে তাঁকে ৷ আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনার জন্য গর্বিত প্রতিবেশীরাও তাঁরাও অপেক্ষা করছেন যে কখন তিনি ফিরবেন বাড়িতে ৷হয়ত ঘরের মেয়েকে আরও একবার নতুন করে দেখার জন্য ৷ তবে দ্বাদশ শ্রেণির ছাত্রী নীলাঞ্জনা এই আনন্দের মধ্যেই জানিয়েছেন বাড়ি ফিরে এবার তিনি শুধু লেখাপড়াতেই সম্পূর্ণ ভাবে মনোনিবেশ করবেন ৷