নদীয়ায় কালী মায়ের মন্দিরে চুরি

নদীয়ায় কালী মায়ের মন্দিরে চুরি

কৃষ্ণগঞ্জ থানার ডাকাত গাড়ি মাঠ নামে পরিচিত    দীর্ঘ প্রাচীন কালীমন্দিরটি অবস্থিত সেই কালীমন্দিরে আজ ভোররাতে চুরি যায়  মা কালীর  টিপ এবং গহনা এবং দুটি প্রণামী বাক্স থেকে বহু টাকা  ¡কৃষ্ণনগর মাজদিয়া রাজ্য সড়কের পাশেই অবস্থিত এই কালী মন্দিরটি  মন্দিরের কর্মকর্তারা জানাচ্ছেন গতকাল রাত্রে বা ভোররাতে এই কালীমন্দিরের তিনটি তালা ভেঙে মার গয়নাসহ  নগদ টাকা খোয়া যায়

তারা আরও জানান এ যাবৎকাল এই ধরনের চুরি হয়নি যেহেতু রাতে পুলিশ তাঁদের মন্দিরে  বেশির ভাগ সময় থাকেন যেহেতু এটা রাজ্য সড়ক টহলদারী পুলিশ হয়তো সেই সময় মন্দিরে ছিলেন না  সেই সুযোগে চোরেরা তাদের কাজ করে চলে যায়  চিন্তার ভাঁজ পড়েছে মন্দির কমিটির,  কদিন পরেই কালীপুজো কিভাবে এবার পুজো সম্ভব হবে। হতাশায় গোটা গ্রামবাসী।  চুরির রহস্য উদঘাটন করতে তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।