মালদায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য

মালদা- বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ মিশন সংলগ্ন Mahananda River মহানন্দা নদী ঘাট থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে English Bazar ইংরেজবাজার থানার পুলিশ। মৃত মহিলার নাম লিলু বিবি বয়স(৩২)বছর।বাড়ি মালদা শহরের হায়দারপুর মহালদার পাড়া এলাকায়। পরিবারের রয়েছে স্বামী লিটন শেখ।
পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই তিনি অসুখে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলে কোনো কিছুতেই কাজ হয়নি। গত মঙ্গলবার রাতে বাশবাড়ি Mahananda River মহানন্দা নদীর ঘাটে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এরপরে পরিবারের লোকেরা ও স্থানীয় সাহায্যে খোঁজাখুঁজি করা হয় নদীতে। অবশেষে বৃহস্পতিবার সকালে Mahananda River মহানন্দা নদী মিশন ঘাট এলাকায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর দেয়া হয় English Bazar ইংরেজবাজার থানার পুলিশ কে। পুলিশ গেম মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত মহিলার পরিবার সহ গোটা গ্রামে।