রেশন কার্ডের নিয়মে হতে চলেছে বড় বদল, জেনে নিন বিস্তারিত

রেশন কার্ডের নিয়মে হতে চলেছে বড় বদল, জেনে নিন বিস্তারিত

রেশন কার্ড সংক্রান্ত নিয়মে হতে চলেছে বড় বদল ৷ সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ জানানো হয়েছে, অনেকেই যারা রেশন পাওয়ার আওতায় পড়েন না তারাও রেশন নিচ্ছেন ৷ এই সমস্যার জেরেই এবার খাদ্য বিভাগের তরফে (Department of Food & Public Distribution) রেশন কার্ডের নিয়মে বদল করা হতে চলেছে ৷ নতুন বদলের রূপরেখা প্রায় তৈরি হয়ে গিয়েছে ৷

বদল হওয়া নিয়ম নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে বেশ কয়েকবার ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে ৷ খাদ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এই সময় দেশজুড়ে প্রায় ৮০ কোটি মানুষ ন্যাশনাল ফুড সিকিউরিটি (National Food Security Act-NFSA)অ্যাক্টের সুবিধা পাচ্ছেন ৷ তবে এর মধ্যে অনেকেই রয়েছেন যারা আর্থিক ভাবে সচ্ছল ৷

এর জেরেই নিয়মে বেশ কিছু বদল করা হবে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা যায় এবং কোন গড়মিল না হয়। জানা গিয়েছে, এই বদল নিয়ে গত ছ’মাস ধরে রাজ্য সরকারগুলির সঙ্গে বৈঠক করা হচ্ছে ৷ রাজ্যের তরফে দেওয়া পরামর্শগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে ৷  ডিসেম্বর ২০২০ থেকে দেশের প্রায় ৩২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক দেশ এক রেশন কার্ড লাগু করা হয়েছে  ৷

বর্তমানে দেশের সব নাগরিকদের জন্য রেশন কার্ড (Ration Card) অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ রেশন কার্ডে আপনার পুরো পরিবারের সমস্ত তথ্য দেওয়া থাকে ৷ এই কার্ডের মাধ্যমে সরকারের তরফে রেশন দেওয়া হয় ৷