পোস্ট অফিসের এই ৩ স্কিম, সুদ দিচ্ছে ব্যাঙ্কের চেয়েও বেশি

পোস্ট অফিসের এই ৩ স্কিম, সুদ দিচ্ছে ব্যাঙ্কের চেয়েও বেশি

পোস্ট অফিসের বিভিন্ন স্কিম ( Post Office Schemes) গ্রাহকদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। পোস্ট অফিসে টাকা রাখা নিরাপদ। যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের অধীন সেই হেতু টাকা নষ্ট হওয়ার ভয় নেই। আবার উল্টোদিকে একাধিক স্কিমের সুদের হার বেশ বেশি। অনেকগুলো স্কিমে আবার গ্রাহকেরা ব্যাঙ্কের থেকে বেশি হারে সুদ পায়।

তাই সাম্প্রতিককালে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে গ্রাহকদের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। দেশের সমস্ত জায়গায়, বিশেষত গ্রামীণ এলাকায় ব্যাঙ্কিং ব্যবস্থা ( Banking System) এত উন্নত নয়। সেই সমস্ত জায়গায় গ্রাহকদের কাছে অন্যতম ভরসার জায়গা পোস্ট অফিসই ( Post Office)। উপরন্তু,

মোটা অঙ্কের সুদের হার গ্রাহকদের আরও বেশি করে পোস্ট অফিসের দিকে আগ্রহী করে তুলেছে। পোস্ট অফিসের ( Post Office) একাধিক স্কিমের সুদের হার 7% এর বেশি। একনজরে সেই সমস্ত স্কিমগুলোর দিকে নজর রাখা যাক।

 সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ( Senior Citizen Savings Scheme) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ( Senior Citizen Savings Scheme) পোস্ট অফিসের এক অতি জনপ্রিয় সঞ্চয়ী প্রকল্প। এই স্কিমে সুদের হার 7.4%। এক স্কিমে আপনি যদি 10 হাজার টাকা বিনিয়োগ করেন-- তবে আপনার ত্রৈমাসিকে সুদের হার দাঁড়াবে 185 টাকা। তবে এই স্কিম কেবল সিনিয়র সিটিজেনদের জন্য। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার বয়স 60 বছরের বেশি হওয়া প্রয়োজন।

 পাবলিক প্রভিডেন্ট ফান্ড ( Public Provident Fund) পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড ( Public Provident Fund) বা PPF একটি অতি জনপ্রিয় স্কিম। এই স্কিমের সুদের হার বার্ষিক 7.1%। এই স্কিমে আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।

 সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট ( Sukanya Samriddhi Account) সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টও পোস্ট অফিসের অতিরিক্ত সুদের হার প্রদান করা একটি প্রকল্প। এই অ্যাকাউন্টে সুদের হার 7.6%। এটি কেবলমাত্র কন্যা সন্তানের জন্য করা যায়। এখানে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ 250 টাকা। সর্বোচ্চ পরিমাণ 1.5 লাখ৷