এবার ট্রেনের কনফার্মড টিকিট পাবেন পোস্ট অফিস থেকেই

রেলযাত্রীদের জন্য অত্যন্ত বড় খবর কেননা ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার থেকে অফলাইন টিকিট বুক করতে আর স্টেশনে যেতে হবেনা । এত বিরাট সুবিধার আয়োজন করছে ভারতীয় রেল যা শুধুমাত্র ভারতীয় যাত্রীদের জন্যই নিবেদিত থাকবে । ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে যাত্রীদের সুবিধা মত ট্রেনের টিকিট বুক করার নতুন অপশন নিয়ে এসেছে ।
এবার থেকে যাত্রীরা ট্রেনের টিকিট বুক করতে পারবেন পোস্ট অফিস (Train ticket will be booked from Post Office) থেকেই । এই বিশেষ সুবিধার জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটরিং ও ট্যুরিজম কর্পোরেশন বা আইআরটিসির (IRCTC) তত্ত্বাবধানে এই সুবিধা রেলের আধুনিকীরণের অংশ হিসাবে পোস্টাল ডিপার্টমেন্টের সহযোগিতায় করা হয়েছে ।
রেলের পক্ষ থেকে একটি এই বিষয়টি জানানো হয়েছে । এই বিশেষ সুবিধার শুভারম্ভ উত্তরপ্রদেশ থেকেই শুরু করা হচ্ছে । প্রায় ৯,১৪৭ পোস্ট অফিসে এই সুবিধা পাওয়া যাবে । এরফলে সাধারণ মানুষের অনেকখানি সময় বাঁচবে বলেই মনে করা হচ্ছে ।
কেননা তাঁদের টিকিট বুক করতে রেলস্টেশনে যেতে হবেনা । কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে IRCTC-র এই সুবিধার শুভ সূচনা করেছেন ।এই বিশেষ সুবিধা প্রত্যন্ত গ্রামেও পাওয়া যাবে । কেননা দূর-দূরান্তের মানুষেরাও ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে এবার বড় সুযোগ পাবেন ।